খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে সারাংশ সারমর্ম

খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।

খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে সারাংশ সারমর্ম লিখন

খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে… রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।

 

খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে কবিতা

খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে,

কেহ যায় ঘরে, কেহ আসে ঘর হতে

দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা,

সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা

পৃথিবীতে কত দ্বন্দ্ব, কত সৰ্বনাশ,

নূতন নূতন কত গড়ে ইতিহাস— রক্তপ্রবাহের মাঝে ফেনাইয়া উঠে

সোনার মুকুট কত ফুটে আর টুটে!

সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা উঠে কত হলাহল; উঠে কত সুধা!

শুধু হেথা দুই তীরে, কেবা জানে নাম,

দোঁহাপানে চেয়ে আছে দুইখানি গ্রাম।

এই খেয়া চিরদিন চলে নদীস্রোতে— কেহ যায় ঘরে,

কেহ আসে ঘর হতে

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে সারমর্ম :

সভ্যতার শুরু থেকে পৃথিবীতে চলে আসছে নানা দ্বন্দ্ব-সংঘাত। তাতে অনেক নগর-সভ্যতার উত্থান-পতন, ভাঙা-গড়া ঘটেছে। কিন্তু গ্রামবাংলার চির প্রকৃতি তার ব্যতিক্রম। সেখানে আজও সবাই প্রীতির বন্ধনে আবদ্ধ। সহজ-সরল জীবনযাত্রা আজও অব্যাহত

 

খেয়া নৌকা পারাপার করে নদীস্রোতে | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:

সারাংশ সারমর্ম  বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।

শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।

 

আরও দেখুন:

Leave a Comment