ক্রীড়া সামগ্রীর মূল্য তালিকা চেয়ে প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে পত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা , দরখাস্ত লেখার বিভিন্ন প্রকার ফরমেট রয়েছে। কেউ অফিসের প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, কেউ বা আবার চাকরির দরখাস্ত লিখছেন, আবার শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল-কলেজের প্রধান বরাবরে দরখাস্ত লিখছেন। যদিও কাজের ধরন অনুয়ায়ী আবেদন ভিন্ন ভিন্ন হয় তবে আপনি যদি একটি আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্বে আনতে পারেন, তাহলে যেকোন প্রকারের দরখাস্ত লিখতে অপনার সমস্যা হবে না।একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।
বাংলা দরখাস্ত কাজের সুবিধার্তে অনেক সময় বিভিন্ন প্রকারের আবেদন পত্র লিখতে হয়। কিন্তু সঠিকভাবে বাংলা দরখাস্ত লেখার নিয়ম জানার অভাবে আমরা এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম জেনে নিতে হয়। বিশেষ ভাবে চাকরি প্রার্থীগণ চাকরির আবেদন বা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে অনেক সমস্যায় পড়েন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, লজ্জার কারনে এ বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শও নেন না। যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালোমানের দরখাস্ত লেখাও হয় না। এতে করে চাকরির আবেদনটি কর্তৃপক্ষের নিকট পছন্দ হয় না।

ক্রীড়া সামগ্রীর মূল্য তালিকা চেয়ে প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে পত্র
ঢাকা কমার্স কলেজ ২৯ জুলাই, ২০০০
ব্যবস্থাপক
মডার্ন স্পোর্টস; স্টেডিয়াম মার্কেট, ঢাকা।
বিষয় : ক্রীড়া-সামগ্রীর মূল্য তালিকা প্রেরণ প্রসঙ্গে ।
জনাব,
আমাদের কলেজের ক্রীড়া-বিভাগের জন্যে খেলাধুলার বিভিন্ন উপকরণ বা ক্রীড়া সামগ্রী কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে এসব ক্রীড়া সামগ্রী ক্রয়ের পূর্বে সেগুলোর মূল্য তালিকা সম্পর্কে অবগত হওয়া বিশেষ প্রয়োজন। তাই অনুগ্রহপূর্বক নিম্নোক্ত ক্রীড়া-সামগ্রীর মূল্য তালিকা আগামী ০৫-০৮-২০১০ তারিখের মধ্যে পাঠানোর অনুরোধ করছি। আপনাদের প্রদত্ত মূল্য তালিকা সন্তোষজনক হলে আমরা স্বল্প সময়ের মধ্যে ক্রয় আদেশ পাঠাতে পারব বলে আশা রাখি। ক্রীড়া-সামগ্রীর তালিকা : ১. ব্যাট, ২. টেনিস বল, ৩. ফুটবল, ৪. ভলিবল, ৫. দাবা, ৬. কেরাম, ৭. বর্শা এবং ৮. চাকতি। উল্লেখ্য যে, উল্লিখিত ক্রীড়া সামগ্রীর প্রস্তুতকারী দেশ ও প্রতিষ্ঠানের নাম মূল্য তালিকার সঙ্গে সংযোজন করবেন।
বিনীত
ক্রীড়া সম্পাদক, ঢাকা … কলেজ, ঢাকা
আরও দেখুন: