কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে নিমন্ত্রণ পত্র | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা , সামাজিক সদ্ভাব ও সুসম্পর্ক রক্ষা করার জন্য কোন আয়োজিত অনুষ্ঠানে , অথবা ব্যাবসায়িক আলোচনার প্রয়োজনে কাঙ্খিত ব্যক্তির উপস্থিতির জন্য নান্দনিকভাবে অবহিত করার উদ্দেশ্যে লিখিত চিঠিকে নিমন্ত্রণ পত্রে বলা হয়ে থাকে |
নিমন্ত্রণ পত্র বা আমন্ত্রণপত্র যাই বলি না কেন এটা সামাজিকতা রক্ষার্থে গুরুত্বপূর্ণ একটি আনুষ্ঠানিকতা । মানুষ যেহেতু সমাজবদ্ধ প্রাণী , তাই সামাজিক সম্প্রীতি বজায় রাখতে আমন্ত্রণ পত্র লেখার নিয়ম ও নমুনা সম্পর্কে সাধারণ জ্ঞান থাকা উচিত |যেহেতু মানুষ ছাড়া মানুষের জীবন , আনন্দ , দুঃখ , সাফল্য সব কিছুই অপূর্ন , তাই বিশেষ মুহূর্তগুলোতে মানুষ চায় তার আশেপাশের মানুষ ও তার সাথে সেই বিশেষ মুহূর্ত উপস্থিত থাকুক । এরই ধারাবাহিকতায় , নিমন্ত্রণ পত্র লেখার প্রচলন শুরু হয় ।
অতীতে , যখন আধুনিক যোগাযোগ পদ্ধতি ছিল না তখন নিমন্ত্রণ পত্রের ব্যবহার ছিলো বর্তমানের চেয়ে অনেক বেশি | তবে হাতে লেখা নিমন্ত্রণ পত্রের জায়গা আজকাল ইলেকট্রনিক মেইল ব্যবহৃত হচ্ছে । তবে পদ্ধতি সনাতন হোক বা আধুনিক , নিমন্ত্রণ পত্রের আবেদন এখনো তেমনি উৎসবমুখর এবং অনুভূতি প্রাঞ্জল ।

Table of Contents
কলেজে সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহ উদযাপন উপলক্ষে নিমন্ত্রণ পত্র
…. কলেজ
ঢাকা
ঢাকা-১২০৫
সুধী,
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আগামী ৪ মার্চ, ২০০৯, বুধবার থেকে ১০ মার্চ মঙ্গলবার ২০০৯ পর্যন্ত প্রতি বছরের ন্যায় এবারও আমাদের কলেজ মিলনায়তনে ‘বার্ষিক সাহিত্য-সংস্কৃতি সপ্তাহ’ উদ্যাপন হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব অধ্যাপক মমতাজ উদদীন আহমদ। সভাপতির আসন অলঙ্কৃত করবেন মাননীয় কলেজ অধ্যক্ষ অনুষ্ঠানে সবান্ধব উপস্থিত থাকার জন্যে আপনাকে / আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
বিনীত
… সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কলেজ, ঢাকা।
২৫ ফেব্রুয়ারি, ২০০৯
অনুষ্ঠানসূচি
৪ মার্চ ২০০০, বুধবার
সকাল ১০ টা ॥ সাংস্কৃতিক সপ্তাহের উদ্বোধন
সকাল ১১ টা ॥ সেমিনার : ‘আমাদের শিক্ষা ও সংস্কৃতি’
৫ মার্চ ২০০০, বৃহস্পতিবার
সকাল ১০ টা ॥ বিতর্ক প্রতিযোগিতা : ‘যুব সমাজের অবক্ষয়ের জন্যে অপসংস্কৃতিই দায়ী’ সকাল ১১ টা ॥ রবীন্দ্র সংগীত প্রতিযোগিতা
৬ মার্চ ২০০০, শুক্রবার
সকাল ৯টা ॥ হামদ, নাত ও ক্বেরাত প্রতিযোগিতা সকাল ১১ টা ॥ ধরাবাহিক গল্প বলা প্রতিযোগিতা
৭ মার্চ ২০০০, শনিবার
সকাল ১০টা ॥ আবৃত্তি
সকাল ১১ টা ॥ নজরুল সংগীত প্রতিযোগিতা
৮ মার্চ ২০০০, রবিবার
সকাল ১০টা ॥ লোকনৃত্য প্রতিযোগিতা, সকাল ১১ টা ॥ লোকসংগীত প্ৰতিযোগিতা
১ মার্চ ২০০০, সোমবার
সকাল ১০টা ॥ একক নাট্যাভিনয় প্রতিযোগিতা; সকাল ১১ টা ॥ দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা
১০ মার্চ ২০০০, মঙ্গলবার
সকাল ১০টা ॥ সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী
সকাল ১১ টা ॥ সংগীতানুষ্ঠান ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’
আরও দেখুন: