আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত সারাংশ সারমর্ম

আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।

আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত সারাংশ সারমর্ম

আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত … রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।

 

আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত

 

আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত কবিতা

আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত,

গিরি-গুহা ছাড়ি খোলা প্রান্তরে গাহিব গীত, সৃজিব জগৎ বিচিত্রতর, বীর্যবান,

তাজা জীবন্ত সে নব সৃষ্টি শ্রম-মহান,

চলমান বেগে প্রাণ উজ্জ্বল

রে নব যুগের স্রষ্টাদল,

জোর-কদম চল্ রে চল্।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত  সারমর্ম :

তারুণ্যে উদ্দীপ্ত আত্মপ্রত্যয়ী যুবসমাজ জরাগ্রস্ত অতীতকে পেছনে ফেলে নবতর পৃথিবী সৃষ্টির উন্মাদনায় হয়ে ওঠে বিপ্লবী। তারা সৃষ্টি করবে প্রাণ উচ্ছল এক নতুন জগৎ।

 

আমরা চলিব পশ্চাতে ফেলি পচা অতীত

 

সারাংশ বা সারমর্মকে সহজ সরল কথায় প্রকাশ করতে হবে। সাধারণত একটি অনুচ্ছেদে লিখিত হওয়া বাঞ্ছনীয়। মূল গদ্য বা কবিতার কোনো অংশ হুবহু উদ্ধৃত করা কোনো অবস্থাতেই গ্রহণীয় নয়। মূলের কোনো অংশকে সামান্য বদল করে লেখাও বাঞ্ছনীয় নয়। মূলভাবের বাইরে কোনো প্রকার ব্যক্তিগত মতামত, বা মন্তব্য লেখা যাবে না মূল রচনায় উক্তি-প্রভুক্তি থাকলে তাকে প্রথম পুরুষে রূপান্তরিত করে লিখতে হবে। উদ্ধৃতি বর্জন করতে হবে।

সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:

সারাংশ সারমর্ম  বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।

শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।

আরও দেখুন:

Leave a Comment