আদর্শ দেশকর্মী হতে চাও এ-মর্মে পিতার কাছে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

আদর্শ দেশকর্মী হতে চাও এ-মর্মে পিতার কাছে পত্র | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা , কিছু লোক চিঠিকে মনে করতো কেবল লেখালেখি। আবার অন্যরা মনে করে যোগাযোগের মাধ্যম। বাইবেলের বেশ কয়েকটি পরিচ্ছেদ চিঠিতে লেখা।

 

আদর্শ দেশকর্মী হতে চাও এ-মর্মে পিতার কাছে পত্র

 

আদর্শ দেশকর্মী হতে চাও এ-মর্মে পিতার কাছে পত্র

কলেজ ছাত্রাবাস, ঢাকা ১৫ মার্চ, ২০০০

শ্রদ্ধেয় ‘ক’

আমার সালাম জানবেন। পূর্বের চিঠিতে ছাত্রজীবনে লেখাপড়া শেষে কেন দেশকর্মী হতে চাই, সে-সম্পর্কে বিস্তৃত কিছু লিখি নি বলে, তা লিখে জানানোর জন্যে বলেছেন। আমি দেশকর্মী বলতে দেশের কল্যাণে নিজেকে নিয়োজিত করা এবং দেশের সেবায় নিজেকে বিলিয়ে দেয়াকে বুঝি। কেননা বাবা, আমি এ সত্য উপলব্ধি করেছি যে,

*আপনা রাখিলে ব্যর্থ জীবন সাধনা / জনম বিশ্বের তরে পরার্থে কামনা।’

 

আদর্শ দেশকর্মী হতে চাও এ-মর্মে পিতার কাছে পত্র

 

দেশের মানুষের মঙ্গল সাধনার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত। প্রত্যেক মানুষের মধ্যে এই মহৎ-গুণটি থাকা অত্যাবশ্যক বলে আমি মনে করি। দেশ ও দশের জন্যে কাজ করার ইচ্ছা থাকলে সব পেশাতেই সে সুযোগ বিদ্যমান। প্রত্যেকে যদি নিজ নিজ কর্মক্ষেত্রে জনকল্যাণের আদর্শ তুলে ধরে তাহলেই তো দেশকর্মী হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব। সেজন্যে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কম্পিউটার সায়েন্স পড়ব এবং এই পেশাকে শুধু জীবিকা অর্জনের উপায় বলে বিবেচনা না করে, দেশ ও জাতির কল্যাণ সাধনে নিজেকে নিয়োজিত করব।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আমি আমার উপার্জিত অর্থ দিয়ে নিজ গ্রামে একটি কম্পিউটার ক্লাব গঠন করব। বিজ্ঞানের এ-যুগে কম্পিউটার শিক্ষা যে মানুষের জন্যে কত প্রয়োজন তা আপনি স্বচক্ষে না দেখলে বিষয়টা বুঝতে পারবেন না। অফিস-আদালত, হাসপাতাল-ক্লিনিক, ব্যাংক-বিমা, স্কুল-কলেজ সর্বত্রই এখন কম্পিউটার। বর্তমানের যুগটাই কম্পিউটারের। আমি যে কম্পিউটার ক্লাবের কথা ভাবছি, সেখানে বিনা পয়সায় গ্রামের দুস্থ ও দুঃখী মানুষের সব ছেলেমেয়ে কম্পিউটার শিখে স্বনির্ভর হয়ে উঠতে পারবে, একসময় আমাদের পুরো গ্রামের মানুষকে আর দু মুঠো অন্ন-চিন্তায় দিন কাটাতে হবে না। সবার মুখে ফুটে উঠবে প্রাণোচ্ছল হাসি। আমি আমার দু চোখে সূর্যের আলোর মতো আমার জীবনের লক্ষ্যকে আলো বিকিরণ করতে দেখতে পাচ্ছি। আজ আর নয়, আমার জন্য দোয়া করবেন। আপনার সুচিন্তিত মতামত পেলে খুশি হব।

ইতি

আপনার বড় ছেলে

আরও দেখুন:

Leave a Comment