অভিধান প্রণয়ন | বাংলা অভিধান | ভাষা ও শিক্ষা

অভিধান প্রণয়ন | বাংলা অভিধান | ভাষা ও শিক্ষা , ভাষার বিশৃঙ্খল শব্দরাশির মানরূপ সুস্থিত করার উদ্দেশ্যেই রচিত হয় অভিধান। বিশ্বের আধুনিক ভাষাগুলো যখন দৈনন্দিন ও কিছুটা সাহিত্যিক প্রয়োজন মিটিয়ে আরো ব্যাপক দায়িত্বের তার গ্রহণে উদ্যোগী হয়, যখন ওই ভাষা- অঞ্চলের বিভিন্ন আঞ্চলিক ভাষারূপ থেকে উৎসারিত হতে থাকে এক-একটি মানভাষা, তখন সচেতনভাবে মান- ভাষারূপ স্থির করার জনো সংকলিত হয় আনুশাসনিক অভিযান- যার লক্ষ্য ভাষার বিশুদ্ধ অবিচল রূপ নির্দেশ ও ভাষাকে অনিবার্য বিনাশ থেকে রক্ষা করা।

অভিধান প্রণয়ন | বাংলা অভিধান | ভাষা ও শিক্ষা

অভিধান প্রণয়ন

আধুনিক কালে সচেতন ভাষাপরিকল্পনায় যাঁরা প্রথমে অংশ নেন, তাঁরা অভিধান প্রণেতা। অভিধান প্রণয়নের মাধ্যমে ভাষার স্থির-শুদ্ধ-মানরূপ শনারির প্রথম পদক্ষেপ নেয় ইতালি, দ্বিতীয় পদক্ষেপ নেয় ফরাসি দেশ।   ১৫৮২ অব্দে প্রতিষ্ঠিত হয় ইতালিতে আকাদেমিয়া দেল্লা কুস্কা’, যার মূল লক্ষ্য ছিল, বিশুদ্ধ ইতালীয় ভাষার রূপনির্ণয়। এ-উদ্দেশ্যে সংকলিত হয় আকাদেমির বিখ্যাত অভিধান তোকাবোগারিও সেইলি আকাদেমিচি দেল্লা কুস্কা (১৬১২)। ১৬৩৫ অব্দে প্রতিষ্ঠিত হয় ‘লা আকাদেমি ফ্রঁসেজ বা ফরাসি অ্যাকাডেমি। ১৬৯৪ অব্দে প্রকাশিত হয় ফ্যানি অ্যাকাডেমির বিখ্যাত ফরাসি ভাষার অভিধান।

অভিধান প্রণয়ন | বাংলা অভিধান | ভাষা ও শিক্ষা

 

আঠারো শতকের ইংল্যাণ্ডে জীবনের সমস্ত ক্ষেত্রে দেখা দেয় এক নতুন প্রবণতা, যাকে বলতে পারি শৃঙ্খলা বিধিবিধানাকাঙ্ক্ষা। আঠারো শতকের সুশৃঙ্খল ও বিভিন্নরণ ইংরেজ জাতি যখন তাকায় আপন ভাষার দিকে, ও খুব অবিচল-মৃত লাতিনের দিকে, তখন তাদের কাছে প্রতিভাত হয় যে ইংরেজি একটি বিশৃঙ্খল ভাষা তার নেই কোনো খুব ব্যাকরণ, তার সূত্রগুলো অস্থির– যতটা পালিত হয় তার থেকে অনেক বেশি থাকে অপ্রতিপালিত। ১৬৯৭ অব্দে ডিফো অ্যাকাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব করেছিলেন, আর ১৭১২ তে সুইফট তার ইংরেজি ভাষার বিশুদ্ধীকরণ, উন্নয়নবিধান ও শিল্পীকরণবিষয়ক প্রস্তাব-এ ইংরেজি ভাষার দোষত্রুটি, অশুদ্ধতা, অবক্ষয়ের প্রকৃতি ব্যাখ্যা করে অ্যাকাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব করেন।

অভিধান প্রণয়ন | বাংলা অভিধান | ভাষা ও শিক্ষা

 

১৭৫৫ খ্রিস্টাব্দে বেরোয় জনসনের বিখ্যাত অভিধান এ ডিকশনারি অফ দি ইংলিশ ল্যাংগুয়েজ যাকে ইংরেজ জাতি  গ্রহণ করে এক মহৎ কীর্তিরুপে ফরাসিরা যা সম্পন্ন করেছে অ্যাকাডেমির সাহায্যে ইংরেজ তা করেছে এক ব্যক্তির শ্রমে মেধায়। এ-তৃপ্তি পাওয়ার সঙ্গে সঙ্গে ভাষার মানরূপ শনাক্তির জনো অ্যাকাডেমি প্রতিষ্ঠার সমস্ত স্বপ্ন ভাগ করে ইংরেজ। জনসনের অভিধানের একশো ঊনতিরিশ বছর পর ১৮৮৪ অব্দে প্রকাশিত হয় নতুন-বর্ণনামূলক ধারার অভিধানের প্রথম খন্ড, এবং শেষ খন্ড বেরোয় ১৯২৮-এ।

এ অভিধানের আদিনাম “এ নিউ ইংলিশ ডিকশনারি অন হিস্টরিকাল প্রিন্সিপলস’, যা তখন বিশ্বত দি অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি নামে। এ অভিধানে প্রতিষ্ঠিত হয় অভিধান প্রণয়নের এক নতুন ধারা, যা বর্ণনামূলক ও ঐতিহাসিক। এতে স্থান পায় ভাষায় ব্যবহৃত সমস্ত শব্দ নির্দেশিত হয়েছে কোন শব্দটি কখন প্রথম ব্যবহূত বা লিপিবদ্ধ হয় ইংরেজিতে বর্ণনা করা হয়েছে, প্রতিটি শব্দের কালেকালে অর্ধবাদের ইতিহাস, এবং অপ্রচলিত শব্দের ক্ষেত্রে দেখানো হয়েছে, শব্দটি কোন বছর শেষবারের মতো লিপিবদ্ধ হয়েছে। অর্থাৎ এ-অভিধানে পাওয়া যায় ইংরেজি ভাষার প্রতিটি শব্দের জীবনী তার উদ্ভব, বিকাশ ও লোকান্তরের সমস্ত তথ্য।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুন:

Leave a Comment