অভিজ্ঞতা নির্মিতি | ভাষা ও শিক্ষা

অভিজ্ঞতা নির্মিতি | ভাষা ও শিক্ষা , অভিজ্ঞতার আভিধানিক অর্থ হল— ভুয়োদর্শন দ্বারা লব্ধজ্ঞান; বহুদর্শন দ্বারা যে জ্ঞান লাভ করা যায়, নৈপুন্য অর্জন করা যায় এমন জ্ঞান। অভিজ্ঞতা হলো আদি-জ্ঞান। আদিম কালে বা আগেকার দিনে মানুষ দেখে দেখেই জ্ঞান অর্জন করে শিক্ষা লাভ করতো।

অভিজ্ঞতা নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

অভিজ্ঞতা নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

শিক্ষা উপকরণ তৈরির সঙ্গে সঙ্গে এবং জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ নানাভাবে জ্ঞানার্জন ও শিক্ষা লাভ করার সুযোগ সৃষ্টি করেছে। শিখন নানাভাবে অর্জিত হতে পারে। প্রথমত মানুষ ইন্দ্রিয়জাত উপলব্ধির মাধ্যমে শিখন অর্জন করে। এছাড়া মৌলিকভাবে শুনে, হাতে-কলমে কাজ করে, পর্যবেক্ষণের মাধ্যমে নানা ধরনের শিখন মানুষ অর্জন করে। শিখন হলো অভিজ্ঞতা অর্জন। প্রত্যক্ষণ ও পর্যবেক্ষণ হলো সত্যের সন্ধান । সত্য-সুন্দরের অনুসন্ধান এবং অন্তর্নিহিত শক্তিকে জাগিয়ে তোলার মধ্যেই মানবজীবনের সার্থকতা নিহিত।

 

অভিজ্ঞতা নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

যাকে বলে পরিপূর্ণ মানুষ হওয়া। ব্যক্তি, পারিবারিক, সামাজিক ও কর্মজীবনে তথা বেঁচে থাকতে গেলেই অভিজ্ঞতালব্ধ শিক্ষা অর্জন অপরিহার্য। বিশ্ববিখ্যাত দার্শনিক ও চিন্তাবিদ জন লক বলেছেন- আমাদের মনে এমন কোনো ধারণা নেই যা অভিজ্ঞতায় আসে নি। জন্মের সময় শিশুর মন একটি সাদা কাগজের মতো থাকে, তারপর একের পর এক অভিজ্ঞতার মাধ্যমে ধারণাগুলো মনের মধ্যে দাগ কাটে। নানাভাবে পরিবেশ-প্রতিবেশ থেকে অভিজ্ঞতা অর্জন করে সে সচেতন হয়ে ওঠে, নিজেকে চিনতে বা জানতে শেখে। কোনো বিষয়বস্তুর ভাব-রূপ প্রত্যক্ষণের মধ্য দিয়ে তা যদি ভাব-চিন্তা ও অনুভূতি-উপলব্ধির সংস্পর্শে এসে ব্যক্তিকে সচেতন করে তোলে এবং আচরণগত পরিবর্তন সাধন করে তবে অর্জিত সে জ্ঞানকে বলে অভিজ্ঞতা।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুন:

Leave a Comment