অনুচ্ছেদ রচনায় লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা

অনুচ্ছেদ রচনায় লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা , অল্প সময়ে কোন নির্দিষ্ট বিষয়ে পরিপূর্ণ ও বস্তুনিষ্ঠ আলোচনা করতে হয় বলেই অনুচ্ছেদ রচনা আকারে ছোট হয়। কিন্তু ভাব, বর্ণনা ও বিষয়বস্তুর দিক থেকে এটি একটি পরিপূর্ণ ও বস্তুনিষ্ঠ রচনা। – অনুচ্ছেদ লেখার ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলোর দিকে লক্ষ রাখতে হবে। যেমন :

অনুচ্ছেদ রচনায় লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা

১. অনুচ্ছেদ রচনা আমাদের সমকালীন জীবন ও পরিবেশেরই কোন বিষয়ের উপর রচিত হয় বলে স্বল্প আয়োজনের মধ্যে বিষয়টিকে পরিস্ফুট করতে হবে। একটি অনুচ্ছেদ মূলত একটি নির্দিষ্ট ভাবকে কেন্দ্র করে পরিপূর্ণতা লাভ করে।

 

অনুচ্ছেদ রচনায় লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

২. যদিও অনুচ্ছেদ রচনা একটি ছোট আকারের লেখা, তবুও এর আকার ঠিক কতটুকু বা এতে মোট কতটি বাক্য বা শব্দ থাকবে তা নিয়ে কোনো ধরা-বাঁধা নিয়ম নেই। তবে এটুকু বলা যায় যে, একটি বিষয়বস্তুর মূল ভাবকে পরিপূর্ণ রূপে প্রকাশ করতে যতগুলো বাক্যের প্রয়োজন হয় একটি অনুচ্ছেদ রচনায় তার চেয়ে কম সংখ্যক বাক্য থাকা উচিত নয়। বিপরীতক্রমে ভাবের ঐক্যবিন্যাস যেন ভেঙে না পড়ে এমন কোনো অতিরিক্ত কথাও তার মধ্যে থাকা বাঞ্ছনীয় নয় ।

৩. অনুচ্ছেদ রচনায় লেখকের চিন্তার মৌলিকতা ফুটে উঠবে।

৪. বিষয়বস্তুকে এমনভাবে ভাগ করে লিখতে হবে অর্থাৎ অনুচ্ছেদে ব্যবহৃত বাক্যবিন্যাস এমন হবে যেন তা পরস্পর সামঞ্জস্যপূর্ণ হয়।

 

অনুচ্ছেদ রচনায় লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

৫. রচনার শুরুর সঙ্গে সমাপ্তির একটা মিল থাকতে হবে।

৬. অপ্রাসঙ্গিকতা বর্জন ও রচনারীতির সাবলীলতা এর প্রধান গুণ। অনুচ্ছেদের প্রথম বাক্যটিই মূলত তার সূচনা নির্দেশ করে। তাই প্রথম বাক্যটি পড়ে পাঠক যেন আকৃষ্ট হয় সেদিকে লক্ষ রাখতে হবে। প্রথম বাক্যের পর থেকে শেষ বাক্যের পূর্ব পর্যন্ত পুরো অংশটিকে অনুচ্ছেদের দেহ বলা চলে, এবং শেষ বাক্যটি হল অনুচ্ছেদের সমাপনী বাক্য।

সাধারণত একটি নির্দিষ্ট বিষয়ের উপর অনুচ্ছেদ রচনা করতে বলা হয়। যে বিষয়ে অনুচ্ছেদ রচনা করতে হবে প্রথমেই তার একটি শিরোনাম দিতে হবে। অবশ্য অনুচ্ছেদ রচনা করতে বলা হলে শিরোনাম দেয়াই থাকে। শিরোনামকে কেন্দ্র করে, কী বা কে, কখন, কোথায়, কীভাবে, কেন; প্রয়োজনীয়তা, ব্যবহার ইত্যাদি প্রশ্নোত্তরের মাধ্যমে একের পর এক সুবিন্যস্ত বাক্য সাজিয়ে মোটামুটি একটি অনুচ্ছেদ রচনা করা যায়।

 

অনুচ্ছেদ রচনায় লক্ষণীয় বিষয় | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

আরও দেখুন:

Leave a Comment