অধ্যাপকের যোগদান উপলক্ষে মানপত্ৰ রচনা | মানপত্র | ভাষা ও শিক্ষা , সংবর্ধনা’ শব্দের প্রকৃত অর্থ সম্মানের সঙ্গে অভ্যর্থনা, সসম্মানে অভ্যর্থনা। তাই সংবর্ধেয় ব্যক্তির সম্মান যাতে বৃদ্ধি পায় , তার জন্য সুশোভন শব্দ ব্যবহার করা উচিত। গুণী ব্যক্তির আগমন বা তাঁর মহৎ ভূমিকা, অবদানের স্বীকৃতিকে সম্মান ও শ্রদ্ধা জানানোই মূলত এ ধরনের মানপত্র রচনার লক্ষ্য।
অধ্যাপকের যোগদান উপলক্ষে মানপত্ৰ রচনা
কলেজের
অধ্যক্ষ পদে অধ্যাপক ……এর যোগদান উপলক্ষে
সশ্রদ্ধ অভিনন্দন
হে বরেণ্য শিক্ষক,
নিসর্গের আঙিনা জুড়ে আজ নতুন করে সাজার পালা। প্রবহমান সমীরণ তাই সুরভিত, চারদিক কল-কাকলিতে মুখর খুশির ঝরনাধারায় স্নাত এ-দিন এক শুভ সূচনার বার্তাবহ স্মরণীয় দিন। এই কলেজের কর্ণধার / অধ্যাপক হিসেবে আপনি দায়িত্বভার গ্রহণ করছেন, আপনি আমাদের আনন্দিত হৃদয়ের শ্রদ্ধার্ঘ্য গ্রহণ করুন।
হে আলোর দিশারি,
আপনার মতো বিদ্বান, জ্ঞানী, দূরদর্শী ও জ্ঞানসাধনায় নিবেদিত এক মহান ব্যক্তিকে আমাদের মাঝে পেয়ে আমরা নিজেদের কৃতার্থ মনে করছি। আপনার শুভাগমনে আমরা উদ্দীপ্ত, আমরা উল্লসিত, আমরা আশান্বিত। আপনার জ্ঞান- জ্যোতির বিচ্ছুরণে তিরোহিত হবে হাজার মনের গহিন আঁধার। আপনার কুশলী-হাতের সোনারকাঠির ছোঁয়ায় এই প্রতিষ্ঠান আর শিক্ষার্থীরা নতুন করে জেগে উঠুক- এ আমাদের স্বপ্ন, এ আমাদের প্রত্যাশা।
হে জ্ঞানসাধক,
আপনার অসাধারণ পাণ্ডিত্য সর্বজনবিদিত। আপনার ন্যায় একজন মহান শিক্ষাগুরুর পদপ্রান্তে বসে শিক্ষালাভের সুযোগ পেতে চলেছি- এ আমাদের পরম সৌভাগ্য। আপনার আগমনে এ বিদ্যাপীঠের বিশাল শূন্যতা পূরণ হল। আজ আমরা ধন্য ও গর্বিত। আপনি আমাদের হৃদয়ের জঞ্জাল দূর করে জ্ঞানের প্রদীপ জ্বেলে দিবেন। আমরা আজ আপনাকে আশ্রয় ছায়ারূপে পেয়েছি। আপনার মূল্যবান শিক্ষা ও আদর্শ আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমাদের নতুন পৃথিবীর সন্ধান দেবে। আপনার আগমনে আমাদের একমাত্র উপঢৌকন শ্রদ্ধা ব্যতীত কিছুই দিতে পারলাম না। এটুকুই আপনি সাদরে গ্রহণ করবেন।

হে পরম সুহৃদ,
আপনি আমাদের শিক্ষাগুরু, আমরা আপনার শিষ্য। তারুণ্যের প্রগলভতা, বয়সের চাপল্য কখনও আপনার বিরক্তির কার হতে পারে। আপনার উদার হৃদয়ের সীমাহীন স্নেহ আমাদের চাঞ্চল্যকে সংযত করে যথার্থ পথের সন্ধান দিয়ে সাফল্যের পথে পরিচালিত করুক। তারুণ্যের মাঝে নিহিত শক্তির উন্মেষ ঘটুক আপনার স্নেহস্পর্শে। এ প্রতিষ্ঠানে আপনার অবস্থান সুন্দর হোক, সুখের হোক— এ আমাদের হৃদয়ের একান্ত কামনা। পরিশেষে পরম করুণাময় মহান রাব্বুল আলামিনের কাছে আপনার স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
সিলেট ১১
ডিসেম্বর, ২০০০
বিনয়াবন
মানপত্র লিখার নিয়ম :
কলেজের ছাত্রছাত্রীবৃন
আরও দেখুন: