শুনেছ কি বলে গেল কবিতা – সুকুমার রায় আগস্ট ৮, ২০২৫মে ৮, ১৯৯০ শুনেছ কি বলে গেল সীতানাথ বন্দ্যো? আকাশের গায়ে নাকি টকটক গন্ধ ? টকটক থাকে নাকো হ’লে পরে বৃষ্টি- তখনও দেখেছি চেটে একেবারে মিষ্টি ।