ফাল্গুন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

ফাল্গুন কবিতা – কবিতাটি হলো রবীন্দ্রণাথ ঠাকুরের একটি চমৎকার কবিতা।

 

রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]
রবীন্দ্রনাথ ঠাকুর [ Rabindranath Tagore ]

রবীন্দ্রনাথ ঠাকুর  (৭ মে ১৮৬১ – ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ – ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়। রবীন্দ্রনাথের ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক,  ১৩টি উপন্যাস ও ৩৬টি প্রবন্ধ ও অন্যান্য গদ্যসংকলনতার জীবদ্দশায় বা মৃত্যুর অব্যবহিত পরে প্রকাশিত হয়। তার সর্বমোট ৯৫টি ছোটগল্প ও ১৯১৫টি গান যথাক্রমে গল্পগুচ্ছ ও গীতবিতান সংকলনের অন্তর্ভুক্ত হয়েছে।

রবীন্দ্রনাথের যাবতীয় প্রকাশিত ও গ্রন্থাকারে অপ্রকাশিত রচনা ৩২ খণ্ডে রবীন্দ্র রচনাবলী নামে প্রকাশিত হয়েছে। রবীন্দ্রনাথের যাবতীয় পত্রসাহিত্য উনিশ খণ্ডে চিঠিপত্র ও চারটি পৃথক গ্রন্থে প্রকাশিত। এছাড়া তিনি প্রায় দুই হাজার ছবি এঁকেছিলেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের ইংরেজি অনুবাদের জন্য তিনি এশীয়দের মধ্যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন।

 

ফাল্গুন কবিতা – রবীন্দ্রনাথ ঠাকুর

 

ফাল্গুনে বিকশিত

      কাঞ্চন ফুল,

ডালে ডালে পুঞ্জিত

      আম্রমুকুল।

চঞ্চল মৌমাছি

      গুঞ্জরি গায়,

বেণুবনে মর্মরে

      দক্ষিণবায়।

      স্পন্দিত নদীজল

          ​​ ঝিলিমিলি করে,

      জ্যোৎস্নার ঝিকিমিকি

          ​​ বালুকার চরে।

      নৌকা ডাঙায় বাঁধা,

          ​​ কাণ্ডারী জাগে,

      পূর্ণিমারাত্রির

          ​​ মত্ততা লাগে।

খেয়াঘাটে ওঠে গান

      অশ্বথতলে,

পান্থ বাজায়ে বাঁশি

      আন্‌মনে চলে।

ধায় সে বংশীরব

      বহুদূর গাঁয়,

জনহীন প্রান্তর

      পার হয়ে যায়।

      দূরে কোন্‌ শয্যায়

          ​​ একা কোন্‌ ছেলে

      বংশীর ধ্বনি শুনে

          ​​ ভাবে চোখ মেলে–

যেন কোন্‌ যাত্রী সে,

      রাত্রি অগাধ,

জ্যোৎস্নাসমুদ্রের

      তরী যেন চাঁদ।

      চলে যায় চাঁদে চড়ে

          ​​ সারা রাত ধরি,

      মেঘেদের ঘাটে ঘাটে

          ​​ ছুঁয়ে যায় তরী।

      রাত কাটে,​​ ভোর হ|,

          ​​ পাখি জাগে বনে–

      চাঁদের তরণী ঠেকে

          ​​ ধরণীর কোণে।

ফাল্গুন কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

 

ফাল্গুন কবিতা আবৃত্তি :

 

 

আরও দেখুনঃ

 

BanglaGOLN.com Logo 252x68 px Dark ফাল্গুন কবিতা - রবীন্দ্রনাথ ঠাকুর

Leave a Comment