NCTB ম্যাধমিক ৮ম শ্রেণি আনন্দ পাঠ (বাংলা দ্রুত পঠন)

আনন্দ পাঠ (বাংলা দ্রুত পঠন) – অষ্টম শ্রেণির জন্য এনসিটিবি কর্তৃক প্রণীত একটি পাঠ্যপুস্তক, যা শিক্ষার্থীদের বাংলা ভাষায় দ্রুত ও সাবলীল পঠন দক্ষতা উন্নয়নে সহায়ক। বইটি বিভিন্ন গল্প, প্রবন্ধ ও কবিতার মাধ্যমে শিক্ষার্থীদের পাঠে আগ্রহী করে তোলে এবং ভাষা চর্চায় উৎসাহিত করে।

NCTB ম্যাধমিক ৮ম শ্রেণি আনন্দ পাঠ (বাংলা দ্রুত পঠন)

 

 

NCTB ম্যাধমিক ৮ম শ্রেণি আনন্দ পাঠ (বাংলা দ্রুত পঠন)

 

NCTB ম্যাধমিক ৮ম শ্রেণি আনন্দ পাঠ (বাংলা দ্রুত পঠন)

ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করার মাধ্যমে উচ্চতর শিক্ষায় যোগ্য করে তোলা মাধ্যমিক শিক্ষার প্রধান লক্ষ্য। শিক্ষার্থীকে দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত পটভূমির প্রেক্ষিতে দক্ষ ও যোগ্য নাগরিক করে তোলাও মাধ্যমিক শিক্ষার অন্যতম বিবেচ্য বিষয়।

জাতীয় শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত হয়েছে মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তক । পাঠ্যপুস্তকগুলোর বিষয় নির্বাচন ও উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীর নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্যচেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প-সাহিত্য-সংস্কৃতিবোধ, দেশপ্রেমবোধ, প্রকৃতি-চেতনা এবং ধর্ম-বর্ণ-গোত্র ও নারী-পুরুষ নির্বিশেষে সবার প্রতি সমমর্যাদাবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয় ঘোষণা করে ২০০৯ সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। তাঁরই নির্দেশনা মোতাবেক ২০১০ সাল থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে। তারই ধারাবাহিকতায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০৪১ সামনে রেখে পাঠ্যপুস্তকটি সময়োপযোগী করে পরিমার্জন করা হয়েছে।

 

NCTB ম্যাধমিক ৮ম শ্রেণি আনন্দ পাঠ (বাংলা দ্রুত পঠন)

 

২০০৭ সাল থেকে সহপাঠ্যপুস্তক হিসেবে আনন্দপাঠ প্রচলিত । কিন্তু আমরা জানি জাতীয় অগ্রগতির স্বার্থে শিক্ষা ব্যবস্থাকে গতিশীল, জীবনমুখী ও যুগোপযোগী করার জন্য শিক্ষাক্রম ও পাঠ্যসূচির ধারাবাহিক সংস্কার ও নবায়ন প্রয়োজন। উক্ত প্রয়োজনের কথা বিবেচনায় রেখে ২০২১ সাল থেকে শিক্ষার্থীদের মধ্যে বিতরণের জন্য ৮ম শ্রেণি আনন্দ পাঠ নতুন করে সংকলিত হয়েছে।

এ প্রক্রিয়ায় কোমলমতি শিক্ষার্থীদের ভালো লাগা, আনন্দলাভ ও জ্ঞানার্জনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে । সংকলনে আমাদের সমাজ-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সন্নিবেশিত হয়েছে বিশ্বসাহিত্যের কাহিনি । প্রতিটি কাহিনি নির্বাচনের ক্ষেত্রে চিরায়ত জীবন, সত্য ও সৌন্দর্য তাৎপর্যপূর্ণভাবে প্রতিফলিত হয়েছে কি না সে দিকটি বিবেচনা করা হয়েছে গুরুত্বের সঙ্গে । ভাষাগত সহজ সাবলীলতা ও গতিশীলতা রক্ষা করার চেষ্টা করা হয়েছে প্রতিটি ক্ষেত্রে ।

বানানের ক্ষেত্রে অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানানরীতি। পাঠ্যপুস্তকটি রচনা, সম্পাদনা, চিত্রাঙ্কন ও প্রকাশনার কাজে যারা আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়েছেন তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করছি।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আনন্দ পাঠের সূচিপত্র

 

বিষয়লেখক
কাকতাড়ুয়া গল্পসত্যজিৎ রায়
নয়া পত্তনজহির রায়হান
হেমাপ্যাথি এ্যালাপ্যাথিহাসান আজিজুল হক
আমড়া ও ক্র্যাব নেবুলামুহম্মদ জাফর ইকবাল
ডেভিড কপারফিল্ডচার্লস ডিকেন্স
রূপান্তর : আখতারুজ্জামান ইলিয়াস
মুক্তি গল্পঅ্যালেক্স হ্যালি
অনুবাদ : গীতি সেন
ফিলিস্তিনের চিঠিঘাসান কানাফানি
অনুবাদ : মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়
তিরন্দাজ গল্পযোগীন্দ্রনাথ সরকার
নাটক
মানসিংহ ও ঈসা খাঁ
ইব্রাহীম খাঁ
ভ্রমণ কাহিনি কাবুলের শেষ প্রহরেসৈয়দ মুজতবা আলী

আরও দেখুনঃ

Leave a Comment