ফিরে এসো কবিতা – জীবনানন্দ দাশ | মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪) 

ফিরে এসো কবিতাটি জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থের একটি কবিতা। মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪)  কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ যেটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে এবং এর প্রকাশক ছিলেন সত্যপ্রসন্ন ঘোষ।

 

ফিরে এসো কবিতা – জীবনানন্দ দাশ

ফিরে এসো সমুদ্রের ধারে,
ফিরে এসো প্রান্তরের পথে;
যেইখানে ট্রেন এসে থামে
আম নিম ঝাউয়ের জগতে
ফিরে এসো; একদিন নীল ডিম করেছ বুনন;
আজও্তারা শিশিরে নীরব;
পাখির ঝর্না হয়ে কবে
আমারে করিবে অনুভব।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

আরও দেখুন:

Leave a Comment