আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প | ড.নুরুল আমিন

আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প আমাদের “বুকরিভিউ [ Book Review ]” সিরিজের ৫ম পর্ব। আমাদের “বুকরিভিউ [ Book Review ]” সিরিজটিতে মূলত বিভিন্ন বই পাঠ ও এর রিভিউ করা হয়েছে। আজকের ভিডিওতে “সম্পাদকঃ ড.নুরুল আমিন – আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প [ Editor: Dr. Nurul Amin – Abul Mansur Ahmad Shreshtha Galpo ]” বইটি পাঠ ও এর রিভিউ করা হয়েছে।

 

আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প

 

আবুল মনসুর আহমদ বাংলাদেশের সাহিত্যের অনন্য শ্রেষ্ঠ ব্যঙ্গ-গল্পকার। শুধু বাংলাদেশের নয়, বাংলা সাহিত্যেরও একজন শ্রেষ্ঠ ব্যঙ্গ-গল্পকার তিনি। ব্যঙ্গাত্মক গল্পের কদর পৃথিবীর প্রায় সকল দেশের সাহিত্যেই রয়েছে। তার ব্যঙ্গ-গল্পগ্রন্থের সংখ্যা চার : ‘আয়না’, ‘ফুড কন্ফারেন্স’, ‘আসমানী পর্দা’ (১৯৫৬) ও ‘গালিভরের সফরনামা’। গ্রন্থগুলোতে গল্প ছাড়াও অন্যান্য রস-রচনাও রয়েছে। ১৯৫৭ সংস্করণ ‘আসমানী পর্দা’র মোট দশটি রস-রচনার মধ্যে তিনটি প্যারডি-কবিতা, দুটো নাট্যচিত্র এবং পাঁচটি ব্যঙ্গ-গল্প (‘খাজা বাবা’, ‘আহ্লে সুন্নত’ ‘আদুভাই’, ‘নিমক হারাম’ ও ‘ইউনিটি ইন্ ডাইভার্সিটি’)।

‘গালিভরের সফরনামা’য় নাট্যচিত্র দুটো, ব্যঙ্গ-গল্প সাতটি (‘গালিভরের সফরনামা’, ‘বন্ধু-বান্ধবের অনুরোধে’, ‘অনারেবল মিনিস্টার’, ‘আহা! যদি প্রধানমন্ত্রী হতে পারতাম,’ ‘চেঞ্জ-অব-হার্ট’, ‘মডার্ণ ইব্রাহিম’ ও ‘ইলেকশন’) এবং অভিনব আঙ্গিকে দুটো ব্যঙ্গ-রচনা (‘রাজনৈতিক বাল্য-শিক্ষা’ ও ‘রাজনৈতিক ব্যাকরণ’) রয়েছে। ‘আয়না’র সাতটিই ব্যঙ্গ-গল্প : ‘হুযুর কেবলা’, ‘ গো দেওতা-কা দেশ’, ‘নায়েবে নবী’, ‘লীডরে কওম’, ‘মুজাহেদীন’, ‘বিদ্রোহী সংঘ’ ও ‘ধর্মরাজ্য’।

 

আবুল মনসুর আহমদ আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প | ড.নুরুল আমিন

 

‘ফুড কন্ফারেন্স’ মোট নয়টি ব্যঙ্গ-গল্পের সমাহার : ‘ফুড কন্ফারেন্স’, ‘সায়েন্টিফিক্ বিযিনেস’, ‘এ.আই.সি.সি.’, ‘লঙ্গরখানা’, ‘রিলিফ ওয়ার্ক’, ‘গ্রো মোর ফুড’, ‘মিছিল’, ‘জমিদারি উচ্ছেদ’ ও ‘জনসেবা য়ুনিভার্সিটি’। অর্থাৎ চারটি ব্যঙ্গগল্প-গ্রন্থে মোট আটাশটি গল্প। আবুল -মনসুর আহমদের গল্পের পেছনে তীক্ষè সমাজচেতনা বা সমাজ-কল্যাণ উদ্দেশ্য কাজ করেছে। গল্পগুলোর প্রধান বৈশিষ্ট্য ব্যঙ্গ-বিদ্রূপ ও পরিহাস-প্রিয়তা। তবে নিছক পরিহাসই লেখকের উদ্দেশ্য ছিলো না।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আবুল মনসুর আহমেদ

 

আবুল মনসুর আহমেদ (৩ সেপ্টেম্বর ১৮৯৮ – ১৮ মার্চ ১৯৭৯) একজন বাংলাদেশী সাহিত্যিক, রাজনীতিবিদ এবং সাংবাদিক। তিনি ছিলেন একাধারে রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক এবং বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচয়িতা। ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন তিনি। ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর (১৯৬৯)’ তার বিখ্যাত আত্মজীবনীমূলক রচনা।

 

আবুল মনসুর আহমদ 1 আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প | ড.নুরুল আমিন

 

আবুল মনসুর আহমদের শ্রেষ্ঠ গল্প | ড.নুরুল আমিন :

 

 

আরও দেখুন:

Leave a Comment