জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (NCTB) কর্তৃক প্রণীত ৮ম শ্রেণির “বাংলা ব্যাকরণ ও নির্মিতি” বইটি শিক্ষার্থীদের ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। এতে ব্যাকরণীয় নিয়মাবলি, শব্দ গঠন, বাক্য নির্মাণ ও ভাষার ব্যবহারিক দিকসমূহ সহজভাবে উপস্থাপন করা হয়েছে। ২০২৫ শিক্ষাবর্ষের পাঠ্যক্রম অনুযায়ী বইটি হালনাগাদ করা হয়েছে।
Table of Contents
NCTB ম্যাধমিক ৮ম শ্রেণি বাংলা ব্যকরণ ও নির্মিতি
ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার জন্য শিক্ষার্থীর অন্তর্নিহিত মেধা ও সম্ভাবনার পরিপূর্ণ বিকাশে সাহায্য করার মাধ্যমে উচ্চতর শিক্ষায় যোগ্য করে তোলা মাধ্যমিক শিক্ষার অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীকে দেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত পটভূমির প্রেক্ষিতে দক্ষ ও যোগ্য নাগরিক করে তোলাও মাধ্যমিক শিক্ষার অন্যতম বিবেচ্য বিষয়।
জাতীয় শিক্ষানীতি ২০১০ এর লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে পরিমার্জিত শিক্ষাক্রমের আলোকে প্রণীত হয়েছে মাধ্যমিক স্তরের সকল পাঠ্যপুস্তক। পাঠ্যপুস্তকগুলোর বিষয় নির্বাচন ও উপস্থাপনের ক্ষেত্রে শিক্ষার্থীর নৈতিক ও মানবিক মূল্যবোধ থেকে শুরু করে ইতিহাস ও ঐতিহ্যচেতনা, মহান মুক্তিযুদ্ধের চেতনা, শিল্প-সাহিত্য-সংস্কৃতিবোধ, দেশপ্রেমবোধ, প্রকৃতি-চেতনা এবং ধর্ম-বর্ণ-গোত্র ও নারী-পুরুষ নির্বিশেষে সবার প্রতি সমমর্যাদাবোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে নিরক্ষরতামুক্ত করার প্রত্যয় ঘোষণা করে ২০০৯ সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন। তাঁরই নির্দেশনা মোতাবেক ২০১০ সাল থেকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু করে। তারই ধারাবাহিকতায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভিশন ২০৪১ সামনে রেখে পাঠ্যপুস্তকটি সময়োপযোগী করে পরিমার্জন করা হয়েছে।
বাংলা ব্যাকরণ ও নির্মিতি পাঠ্যপুস্তকটি একবিংশ শতকের সূচনালগ্নে পরিবর্তিত সময়ের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের চাহিদা ও দৃষ্টিভঙ্গির ব্যাপক পরিবর্তনের পটভূমিতে পরিমার্জিত কারিকুলামের আলোকে অষ্টম শ্রেণির জন্য রচনা করা হয়েছে।
পাঠ্যপুস্তকটির আরও সমৃদ্ধিসাধনের জন্য যে-কোনো গঠনমূলক ও যুক্তিসঙ্গত পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে।
পাঠ্যপুস্তক প্রণয়নের বিপুল কর্মযজ্ঞের মধ্যে অতি স্বল্প সময়ে পুস্তকটি রচিত হয়েছে। ফলে কিছু ভুলত্রুটি থেকে যেতে পারে। পরবর্তী সংস্করণগুলোতে পাঠ্যপুস্তকটিকে আরও সুন্দর, শোভন ও ত্রুটিমুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে।
বানানের ক্ষেত্রে অনুসৃত হয়েছে বাংলা একাডেমি কর্তৃক প্রণীত বানানরীতি। পাঠ্যপুস্তকটি রচনা, সম্পাদনা, চিত্রাঙ্কন, নমুনা প্রশ্নাদি প্রণয়ন ও প্রকাশনার কাজে যারা আন্তরিকভাবে মেধা ও শ্রম দিয়েছেন তাঁদের ধন্যবাদ জ্ঞাপন করছি।
বাংলা ব্যকরণ ও নির্মিতির সূচিপত্র
প্রথম অধ্যায়
- বাংলা ব্যাকরণের ভাষা
- মাতৃভাষা ও রাষ্ট্রভাষা
- সাধু ও চলিত রীতির পার্থক্য
দ্বিতীয় অধ্যায়
- বাংলা ব্যাকরণের ধ্বনি ও বর্ণ
- ম ফলা ও ব ফলার উচ্চারণ
তৃতীয় অধ্যায়
- বাংলা সন্ধি
- বিসর্গ সন্ধি
- সন্ধির কর্ম অনুশীলন
চতুর্থ অধ্যায়ঃ শব্দ ও পদ
- শব্দ ও পদ
- লিঙ্গান্তরের নিয়ম ও উদাহরণ
- বহুবচন গঠনের নিয়ম ও উদাহরণ
- বিশেষ্যের শ্রেণিবিভাগ
- নির্দেশক সর্বনামের রূপ (চলিত রীতি) : ‘এ’, ‘ও’
- ধাতু ও ক্রিয়াপদ
- সকর্মক ও অকর্মক ক্রিয়া
- মৌলিক ও সাধিত ধাতু
- ক্রিয়ার কাল : বর্তমান, অতীত, ভবিষ্যৎ ও অনুজ্ঞা
- শব্দ ও পদের কর্ম অনুশীলনী
পঞ্চম অধ্যায়ঃ শব্দগঠন
- ধ্বন্যাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দদ্বৈত
- বাংলা ব্যকরণের শব্দগঠন : প্রাথমিক ধারণা
- শব্দগঠনের কর্ম অনুশীলন
ষষ্ট অধ্যায়ঃ বাক্য
- বাক্য গঠনের শর্ত : আকাঙ্ক্ষা, আসক্তি ও যোগ্যতা
- খণ্ডবাক্য: স্বাধীন খণ্ডবাক্য ও অধীন খণ্ডবাক্য
- সরল, জটিল ও যৌগিক বাক্যের গঠন
- বাক্যের কর্ম অনুশীলন
সপ্তম অধ্যায়
- বাংলা ব্যাকরণের বিরামচিহ্ন
- কমা, সেমিকোলন, কোলন ও হাইফেনের ব্যবহার বানান
অষ্টম অধ্যায়ঃ বানান
- বানানের কয়েকটি সাধারণ নিয়ম
নবম অধ্যায়ঃ অভিধান
- অভিধানের বর্ণানুক্রম
- ভুক্তি ও শীর্ষ শব্দ
দশম অধ্যায়ঃ শব্দার্থ
- একই শব্দ বিভিন্ন অর্থে প্রয়োগ করে বাক্য রচনা
- সমার্থক শব্দ প্রয়োগে বাক্য রচনা
- বিপরীতার্থক শব্দ প্রয়োগে বাক্য রচনা
- শব্দার্থের বাগ্ধারা
- নির্মিতি ও অনুধাবন শক্তি
- কয়েকটি সারাংশ ও সারমর্ম
- বাংলা ব্যাকরণের ভাব সম্প্রসারণ
- কয়েকটি ব্যক্তিগত পত্ৰের নমুনা
- কয়েকটি আবেদন পত্ৰের নমুনা
- কয়েকটি নিমন্ত্রণ পত্ৰের নমুনা
প্রবন্ধ রচনা
- বাংলাদেশের ষড়ঋতু
- বাংলা নববর্ষ
- বিজয় দিবস
- ট্রেনে ভ্রমণ
- মুক্তিযুদ্ধ জাদুঘর
- আমার ছেলেবেলা
- বাংলাদেশের কৃষক
- দৈনন্দিন জীবন ও বিজ্ঞান
- ছাত্রজীবনের দায়িত্ব ও কর্তব্য
- শ্রমের মর্যাদা
- পাঠাগারের প্রয়োজনীয়তা
- কর্মমুখী শিক্ষা
- অধ্যবসায় রচনা
- স্বদেশ প্ৰেম রচনা