রসাত্মক সংলাপ | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

রসাত্মক সংলাপ | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা , সংলাপ-নির্ভর সাহিত্যশাখার নাম নাটক। সংলাপই নাটকের একমাত্র প্রকাশ-মাধ্যম। সংলাপের মধ্য দিয়ে নাটকের কাহিনী এগোয়, চরিত্রগুলো নিজ নিজ বৈশিষ্ট্যকে পাপড়ি মিলে ফুটে ওঠা ফুলের মতো ধীরে ধীরে বিকশিত করে, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নাটকের কাহিনী ও চরিত্র পরিণতির অভিমুখী হয়। সেজন্য সংলাপ নাটকের প্রাণ বললে অত্যুক্তি হয় না। তবে শিক্ষার্থীর অনুশীলিত সংলাপের সঙ্গে নাটকের সংলাপের পার্থক্য দুস্তর।

 

রসাত্মক সংলাপ | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

 

রসাত্মক সংলাপ

উকিল : তোমার নাম কী?

সাক্ষী : কমলাকান্ত চক্রবর্তী।

উকিল : তোমার বয়স কত ?

সাক্ষী : আমার বয়স একান্ন বছর দুই মাস, তেরো দিন, চার ঘণ্টা, পাঁচ মিনিট এবং..

উকিল : কী জ্বালা! তোমার ঘণ্টা মিনিট কে চায়?

সাক্ষী : কেন, এই মাত্র প্রতিজ্ঞা করাইয়াছেন যে, কোনো কথা গোপন করিব না।

উকিল : তোমার যা ইচ্ছা কর। তোমার নিবাস কোথায় ?

উকিল : আমার নিবাস নাই। বলি, বাড়ি কোথা ?

সাক্ষী : বাড়ি দূরে থাক, আমার একটা কুঠরিও নাই।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

উকিল :তবে থাক কোথা ?

সাক্ষী :  যেখানে সেখানে।

উকিল : এখন আছ কোথা ?

সাক্ষী : কেন, এই আদালতে।

উকিল: কাল ছিলে কোথা?

সাক্ষী : একখানা দোকানে।

উকিল : তোমার পেশা কী?

সাক্ষী :আমার আবার পেশা কি? আমি কি উকিল যে, আমার পেশা আছে।

 

রসাত্মক সংলাপ | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

 

উকিল :বলি খাও কী করিয়া ?

সাক্ষী :ভাতের সঙ্গে ডাল মাখিয়া, দক্ষিণ হস্তে গ্রাস তুলিয়া, মুখে পুরিয়া গলাধঃকরণ করি।

উকিল : আমি এ সাক্ষী চাহি না। আমি ইহার জবানবন্দি করাইতে পারিব না ।

আরও দেখুন:

Leave a Comment