স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে স্মারকলিপি | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা

স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে স্মারকলিপি | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা , সামাজিক সদ্ভাব ও সুসম্পর্ক রক্ষা করার জন্য কোন আয়োজিত অনুষ্ঠানে , অথবা ব্যাবসায়িক আলোচনার প্রয়োজনে কাঙ্খিত ব্যক্তির উপস্থিতির জন্য নান্দনিকভাবে অবহিত করার উদ্দেশ্যে লিখিত চিঠিকে নিমন্ত্রণ পত্রে বলা হয়ে থাকে | ধর্মীয়, সামাজিক ,রাজনৈতিক ,ব্যবসায়িক যে কোন অনুষ্ঠানে কোন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে আমন্ত্রণ পত্র লেখা হয়ে থাকে |

 

স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে স্মারকলিপি | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা

 

আমন্ত্রণ পত্রের ব্যবহার মূলত সামাজিক রীতি | বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ছাড়াও ধর্মীয় , রাজনৈতিক , ব্যবসায়িক সমাবেশে মানুষকে আমন্ত্রণ করতে আমন্ত্রণ পত্র লেখা হয়ে থাকে । যেমন বিয়ে , জন্মদিন , ইফতার মাহফিল , শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগিতা , বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান , সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠান , রাজনৈতিক দলের কর্মী সমাবেশ , বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের যেমন ঈদ দুর্গাপূজা নিকটাত্মীয় ও বন্ধু বান্ধবদের আমন্ত্রণের উদ্দেশ্য নিমন্ত্রণ পত্র ব্যবহার করা হয় ।

 

স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে স্মারকলিপি | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা

 

নিমন্ত্রণ পত্রের এক পর্যায়ে , খামের উপর স্পষ্ট হরফে কাঙ্খিত ব্যক্তির ঠিকানা সম্ভব হলে ফোন নম্বর সংযোজিত করতে হবে যাতে করে সঠিক সময়ে পত্রখানা সঠিক ব্যক্তির নিকট পৌঁছাতে পারে ।

স্থানীয় সংসদ সদস্যের উদ্দেশে স্মারকলিপি

তারিখ : ১২ এপ্রিল, ২০০০

কুমিল্লা-… আসনের কৃতিসন্তান ও মাননীয় সংসদ সদস্য

জনাব … সাহেব সমীপে

শ্রদ্ধা-স্মারক

হে দেশপ্রেমিক,

জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জনসমর্থনে আপনি বিজয়ী হওয়ায় এলাকাবাসী হিসেবে আমরা অত্যন্ত আনন্দিত। আপনি আমাদের প্রাণঢালা অভিনন্দন ও লালগোলাপ শুভেচ্ছা গ্রহণ করুন।

হে দেশব্রতী সংগ্রামী,

আপনি আমাদের পরম আপনজন বলে আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক। বৃহত্তর জনগণের স্বার্থে আপনি আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান। এলাকার সর্বত্র উন্নয়নের ছোঁয়া ও আপনার প্রশংসনীয় উদ্যোগের কথা শুনে আজ আমরা

আশাবাদী হয়ে উঠেছি। হে জনদরদি,

এলাকাবাসী হিসেবে এলাকার সমস্ত সমস্যা সম্পর্কে আপনি অবগত। তবু আপনার দৈনন্দিন কর্মব্যস্ততার মধ্যে

এলাকার একটি বিশেষ সমস্যা সমাধানকল্পে আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

হে সমাজকৰ্মী,

আপনি জানেন, কুমিল্লা জেলার অন্তর্গত কুমিল্লা দেবিদ্বার সড়কটি এই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এ রাস্তাটি বিভাগীয় শহর সিলেট ও চট্টগ্রাম এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সঙ্গে সম্পৃক্ত, তথা এটিই একমাত্র রাস্তা যার ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। কিন্তু গত কয়েক বছরের উপর্যুপরি বন্যায় রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। তাছাড়া এবারের বন্যায় রাস্তাটির স্থানে স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়ে। অথচ এ রাস্তার পাশেই রয়েছে বাজার, হাসপাতাল, স্কুল-কলেজ ও মাদ্রাসা।

রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুষ্কর, ফলে প্রায়ই বাস, রিক্সা, টেম্পু দুর্ঘটনা কবলিত হচ্ছে। এ রাস্তায় প্রতিদিন সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী সহ স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী চলাচল করে থাকেন এবং প্রায় প্রতিদিন বেশ কিছু লোক ছোটখাট দুর্ঘটনার শিকার হন। তাই জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করার জন্য আপনার সদয় দৃষ্টি আকর্ষণ করছি।

হে সুহৃদ সাথী,

এলাকা ও এলাকার জনগণ, দেশ ও দেশবাসী আপনার কর্মব্রতে সুফল পাবে বলে আমরা গভীরভাবে আশাবাদী। আপনার জীবন কল্যাণব্রতে সদাচঞ্চল হোক, গতিময় হোক। কর্মজীবনে আপনি নব নব সাফল্য অর্জন করুন। গুণমুগ্ধ এলাকাবাসী দেবিদ্বার, কুমিল্লা।

আরও দেখুন:

Leave a Comment