নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র | নিমন্ত্রণ পত্র | ভাষা ও শিক্ষা ,নিমন্ত্রণপত্রে অংশটি হয় তথ্য বহুল । সারসংক্ষেপে, অনুষ্ঠানের ধরন , সময়সূচী , স্থান প্রভৃতি উল্লেখিত থাকে পত্রের এই অংশে । তাই এটাকে পত্রের মূল অংশ হিসেবে বিবেচনা করা হয় । বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের ক্ষেত্রে , অনুষ্ঠানের বিষয় ও সময়ের পাশাপাশি উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও দর্শক হিসেবে কারা উপস্থিত থাকবেন সংক্ষেপে এসব তথ্য ও উল্লেখ থাকে ।
বিয়ের নিমন্ত্রণ পত্রের ক্ষেত্রে , বর ও কনের পরিচিতি , কোন সময় শিক্ষাগত যোগ্যতা , ঠিকানা প্রকৃতি উল্লেখ থাকে । নিমন্ত্রণ পত্র লেখার সময় খেয়াল রাখতে হবে , পত্রের ভাষা যেন সহজ ও বোধগম্য হয় । প্রয়োজনীয় তথ্য যেন উল্লেখ থাকে । এছাড়াও এ ধরনের পত্রের ভাষায় বিনীত ভঙ্গি প্রকাশ পাওয়া জরুরি ।
পত্রের এই অংশে , প্রাপক কে বিনীতভাবে উপস্থিতির জন্য অনুরোধ জানানো হয় | এ অংশের শেষভাগে , বিনীত নিবেদক লেখার পর প্রেরকের নাম উল্লেখ থাকে ।নিমন্ত্রণপত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো , অনুষ্ঠানে তারিখ অনুষ্ঠানে উদ্দেশ্যে নির্ধারিত স্থান । প্রচলিত রীতি অনুযায়ী , নিমন্ত্রণপত্রে সর্ববামে তারিখ এবং নিমন্ত্রণের প্রেরণকারীর নামের নিচে ঠিকানা লেখার নিয়ম রয়েছে । তবে সময়ের সাথে সাথে , অধুনা এই যুগে এ নিয়মে কিঞ্চিৎ পরিবর্তন পর্যবেক্ষণ করা যায় । বর্তমানে , তারেক এবং ঠিকানা নিমন্ত্রণ পত্রের বামদিকে লেখার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে ।

Table of Contents
নজরুল জয়ন্তী উদযাপন উপলক্ষে আমন্ত্রণপত্র
… কলেজ
ঢাকা-১২০০
সুধী,
আগামী ১১ জ্যৈষ্ঠ, ১৪১৫; ২৫ মে, ২০০৮, রবিবার বাঙালির জাতীয় জাগরণের অন্যতম অগ্রনায়ক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১০৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ওই দিন সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে আলোচনা সভা, নজরুলের রচনা থেকে পাঠ ও নজরুল সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন বিশিষ্ট নজরুল গবেষক ড. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান নজরুল গবেষক আব্দুল মান্নান সৈয়দ।
আপনার উপস্থিতি আমাদের অনুপ্রাণিত করবে।
বিনীত
সম্পাদক, সাহিত্য ও সংস্কৃতি বিভাগ কলেজ,
ঢাকা।
৬ জ্যৈষ্ঠ, ১৪১৫ (২০ মে, ২০০৮)
অনুষ্ঠানসূচি