পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা ,  বর্তমান জগতে বিভিন্ন ব্যক্তির মধ্যে সর্বদা ভাব ও সংবাদাদির বিনিময় একান্ত আবশ্যক হয়ে পড়ায় দিনে দিনে পত্রালাপের আবশ্যকতাও অধিকতর বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ব্যবহারিক জীবনে পত্রের প্রয়োজনীয়তা অপরিহার্য। পত্র মানুষের মনের ভাব বিনিময়ের অন্যতম মাধ্যম। সরাসরি যখন মনের ভাব প্রকাশ করা যায় না, তখন প্রয়োজন হয় পত্রের। পত্রের মাধ্যমে মনের ভাব লেখ্যরূপে অন্যের কাছে প্রেরণ করা হয়। মানুষের ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সঙ্গে তার সামাজিক, জাতীয়, রাজনৈতিক ও জাগতিক জীবনের সম্পর্ক অবিচ্ছেদ্য।

 

পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি

পাংশা, রাজবাড়ি

প্ৰিয় ‘ক’,

তুমি ভালো রেজাল্ট করবে না তো কে করবে? আমি আগেই জানতাম, বিগত পরীক্ষার মতো উচ্চ মাধ্যমিক পরীক্ষায়ও তুমি সফলতা অর্জন করবে। তুমি সব বিষয়ে এ+ পেয়ে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছ জেনে আমার পক্ষ থেকে তোমাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। অবাক ব্যাপার হল, বাংলায়ও জিপি ৫ পাওয়া। এটা যে খুব কষ্টসাধ্য তা বলাই বাহুল্য। তোমার এ সাফল্যে শুধু তুমি বা আমিই নই; আমরা বন্ধুমহলের সবাই এ জন্য দারুণ গর্বিত।

 

পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

 

একটি কথা স্মরণ রেখো, এ কৃতিত্ব তোমার জীবনের সূচনা মাত্র। তোমাকে দীর্ঘপথ পাড়ি দিতে হবে। তোমাকে নিয়ে আমাদের অনেক আশা। তাই এ সাফল্যে তুমি আত্মতৃপ্তি পেতে পারো, কিন্তু আত্মবিস্মৃত হয়ো না। তোমাকে আরো কঠোর পরিশ্রম করতে হবে। আমি আশা করব, ভবিষ্যতে উচ্চশিক্ষার ক্ষেত্রে তুমি আরো ভালো রেজাল্ট করবে। জ্ঞানের সাধনায় তোমার হৃদয়-মন উদ্ভাসিত হোক এ কামনাই করি। তোমার সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই বিদায় নিচ্ছি।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

তোমাকে আবারও প্রাণঢালা অভিনন্দন।

ইতি প্রীতিমুগ্ধ

আরও দেখুন:

Leave a Comment