টাকা পাঠানোর জন্যে পিতার কাছে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা

টাকা পাঠানোর জন্যে পিতার কাছে চিঠি | পত্র বা চিঠি | ভাষা ও শিক্ষা , চিঠি ছিল পাঠচর্চা, অভিজ্ঞতা বর্ণনা করা, বিতর্কমূলক লেখা বা সমমনা অন্যদের সাথে আইডিয়া বিনিময়ের পদ্ধতি। কিছু লোক চিঠিকে মনে করতো কেবল লেখালেখি। আবার অন্যরা মনে করে যোগাযোগের মাধ্যম। বাইবেলের বেশ কয়েকটি পরিচ্ছেদ চিঠিতে লেখা।অযক্তিগত, কূটনৈতিক বা বাণিজ্যিক- সবরকম চিঠিই পরবর্তীকালে ঐতিহাসিকগণ প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করেন। কখনোবা চিঠি এতো শৈল্পিক রূপ পায় যে তা সাহিত্যের একটি বর্গ হয়ে ওঠে, যেমন বাইজেন্টাইনে এপিস্টোলোগ্রাফি বা সাহিত্যের পত্র উপন্যাস।

 

টাকা পাঠানোর জন্যে পিতার কাছে চিঠি

 

টাকা পাঠানোর জন্যে পিতার কাছে চিঠি

কলেজ ছাত্রাবাস, কুমিল্লা ১৫/০৬/২০০০

শদ্ধেয় ‘ক’,

আমার সালাম জানবেন। আশা করি পরম করুণাময়ের কৃপায় সুস্থ আছেন। আমার অন্তরাত্মার কামনা এটাই। আব্বু, আমাদের কলেজের বার্ষিক শিক্ষাসফরের তালিকায় এবার আমি অন্তর্ভুক্ত হয়েছি। প্রতিবছরের মতো এবারও আমাদের কলেজ শিক্ষাকে বাস্তবমুখী এবং দেশের সভ্যতা ও সংস্কৃতির সঙ্গে পরিচয়ের উদ্দেশ্যে এ শিক্ষাসফরের আয়োজন করেছে।

 

টাকা পাঠানোর জন্যে পিতার কাছে চিঠি

 

শিক্ষাসফরে এবার আমরা বগুড়া মহাস্থানগড় যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। বগুড়া জেলার ইতিহাস প্রসিদ্ধ করতোয়ানদীর তীরে এবং ঢাকা-দিনাজপুর বিশ্বরোডের পাশে এই ঐতিহ্যবাহী মহাস্থানগড় অবস্থিত। প্রাচীনযুগের বহু ধ্বংসাবশেষ এখানে বিদ্যমান। এটি পুরাকীর্তির অন্যতম নিদর্শনস্থল।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আমাদের এ-সফর তিন দিনের জন্যে নির্ধারণ করা হয়েছে। শিক্ষাসফরে যাওয়ার জন্যে আপনার অনুমতি প্রার্থনা করছি, উপরন্তু এর জন্য একহাজার টাকারও প্রয়োজন। এ সপ্তাহের মধ্যেই টাকা জমা দিতে হবে, যত দ্রুত সম্ভব টাকাটা পাঠিয়ে দিলে ভালো হয়। আমি একপ্রকার ভালো আছি। যথারীতি লেখাপড়া চালিয়ে যাচ্ছি বলে আমার লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বাসার সবার প্রতি শ্রেণিমতো সালাম ও দোয়া থাকল।

ইতি

আপনার আদরের

আরও দেখুন:

Leave a Comment