ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা , ভাববীজটি সাধারণত রূপকধর্মী, সংকেতময় বা তৎপর্যপূর্ণ শব্দগুচ্ছের আবরণে প্রচ্ছন্ন থাকে। নানা দিক থেকে সেই ভাবটির ওপর আলােকসম্পাত করে তার স্বরূপ তুলে ধরা হয় ভাবসম্প্রসারণে। ভাববীজটি বিশ্লেষণ করতে গিয়ে আমরা বুঝতে পারি, এ ধরনের কবিতার চরণে বা গদ্যাংশে সাধারণত মানবজীবনের কোনাে মহৎ আদর্শ, মানবচরিত্রের কোনাে বিশেষ বৈশিষ্ট্য, নৈতিকতা, প্রণােদনমূলক কোনাে শক্তি, কল্যাণকর কোনাে উক্তির তাৎপর্যময় ব্যঞ্জনাকে ধারণ করে আছে। ভাবসম্প্রসারণ করার সময় সেই গভীর ভাবটুকু উদ্ধার করে সংহত বক্তব্যটিকে পূর্ণভাবে ব্যাখ্যা করতে হবে।
ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে
আজকের শিশুরাই আগামী স্বর্ণ-সম্ভাবনাময় দিনের ভবিষ্যৎ। তারাই হবে দেশ ও জাতির কর্ণধার। সমগ্র জাতিসত্ত্বার ধারক ও বাহক হচ্ছে বর্তমানের শিশু। আজকের শিশুরাই আগামীদিনে শতদলের মতো বিকশিত হয়ে জাতিকে দিক নির্দেশনা দেবে- দেশকে করে তুলবে গরীয়ান মহীয়ান। শিশুর মধ্যে নিহিত থাকে অফুরান সম্ভাবনাময় প্রতিশ্রুতি।
বীজের মধ্যে যেমন ফসলের সম্ভাবনা তেমনি শিশুর মধ্যে রয়েছে দেশ মাতৃকার উন্নতি, সমৃদ্ধি ও প্রগতির সম্ভাবনা। একটি শিশু একটি জাতির উৎকৃষ্ট বীজ স্বরূপ। যার মধ্যে অফুরাণ প্রাণশক্তি ও সম্ভবনাময়, ভবিষ্যৎ লক্কায়িত। তাই শিশুকে আত্মশক্তিতে বলীয়ান করে তুলতে চাই উপযুক্ত শিক্ষা ও পরিবেশ।

প্রতিটি শিশুকে যথার্থভাবে গড়ে তুলতে জাতিকে অবশ্যই যত্নবান হতে হবে আমাদের দেশে বহু শিশু অনাদর ও অবহেলায় বেঁচে থেকেও মানবেতর জীবনযাপন করছে। শিশুদেরকে এ রাহু গ্রাস থেকে মুক্ত করতে হবে। তবেই জাতি তার কাঙ্ক্ষিত সাফল্য লাভ করতে পারবে। আজকের শিশুরাই আগামী দিনে জাতিকে নেতৃত্ব দেবে। তাই প্রতটি শিশুকে উপযুক্তভাবে গড়ে তোলা জাতির দায়িত্ব ও কর্তব্য।
আরও দেখুন: