স্বদেশের উপকারে নাই যার মন | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা

স্বদেশের উপকারে নাই যার মন | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা , ভাবসম্প্রসারণ মানুষ কখনো কখনো অল্প কথায় মনের ভাব প্রকাশ করে । এই ভাবকে ঠিক রেখেই এর সম্প্রসারণ করতে হয় । ভাবসম্প্রসারণ অনেকটা ভাবার্থের বিপরীত । কোনো পদ্যাংশ বা গদ্যাংশের ভেতর একটি গূঢ় তাৎপর্য অত্যন্ত স্বপ্নায়তনে থাকে ।

স্বদেশের উপকারে নাই যার মন

দেশপ্রেম মানবজীবনের মহান বৈশিষ্ট্য। স্বদেশ ও স্বজাতির উপকার সাধন মানুষের অন্যতম কর্তব্য। স্বদেশ ও স্বজাতির উপকার সাধনে যে দ্বিধাগ্রস্ত, স্বদেশ ও স্বজাতির বিপদে যার প্রাণ কাঁদে না তাকে কখনোই মানুষ হিসেবে গণ্য করা যায় না, সে মানুষ হয়েও পশুর সমান। বৃহত্তর অর্থে মানুষ ধরিত্রীর সন্তান। এই বিশাল বিশ্বের যে ভূখণ্ডে মানুষ জন্ম নেয়, যে দেশের আলো বাতাস ধূলিকণায় তার নিশ্বাস-প্রশ্বাস, যে দেশের ধর্ম, ভাষা, পালাপার্বণে তার একাত্ম হওয়ার আকুতি ও মুক্তি সেই দেশই হল তার স্বদেশ। সেই দেশের মানুষই হলো তার স্বজন। আর সেই দেশের প্রীতিই হলো তার স্বদেশপ্রেম। দেশপ্রেম মানুষের স্বভাবজাত গুণ। সামাজিক মানুষের গভীর মমত্ববোধই হলো দেশপ্রেমের উৎস, স্বজাতি-প্রীতির বন্ধন।

 

স্বদেশের উপকারে নাই যার মন

 

দেশপ্রীতি তাই মানুষের এক মহৎ উত্তরাধিকার। জননী জন্মভূমি তখন স্বর্গের চেয়েও গরীয়সী মহিমায় দীপ্ত। মানুষের তখন একটাই প্রার্থনা, “আমার এই দেশেতেই জন্ম যেন, এই দেশেতেই মরি।’ গর্ভধারিণী জননীকে সন্তান যেমন ভালবাসে, তেমনি দেশ-মাতৃকাকেও মানুষ জন্মলগ্ন থেকেই শ্রদ্ধা করতে এবং ভালবাসতে শেখে। দেশ যত ক্ষুদ্র বা যত দরিদ্রই হোক না কেন, প্রতিটি দেশপ্রেমিক মানুষের কাছে তার জন্মভূমি, তার দেশ সবার সেরা। যে কোনো ব্যক্তির সকল প্রাপ্তি তার স্বদেশের অবদান বলে স্বদেশের প্রেমে উদ্বুদ্ধ হয়ে সে তার ধন, জন, মান, এমনকী জীবন পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধা করে না।

 

স্বদেশের উপকারে নাই যার মন

 

মানুষের স্বদেশপ্রেমের এই বৈশিষ্ট্য যার মনের মধ্যে বর্তমান থাকে না তাকে প্রকৃত মানুষ বলে অভিহিত করা চলে না। মানুষ হয়েও কেউ যদি জন্মভূমির কল্যাণে কাজ না করে, উল্টো স্বদেশের ক্ষতি করে, মা-মাটির বিরুদ্ধে কাজ করে, তবে স্বদেশও একসময় তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। স্বদেশপ্রেমহীন ব্যক্তি পশুর মতো বিবেচনাহীন হয়ে থাকে। সেজন্য পশুর সঙ্গে এমন লোকের তুলনা চলে। বস্তুত একজন মানুষ যতই ধনবান, গুণবান কিংবা জ্ঞানী হোক না কেন তার মনে যদি দেশপ্রেম না থাকে, জন্মভূমির কল্যাণে যদি তার মন-প্রাণ সাড়া না দেয়, তাহলে সে নরাধম বর্বর ও পশুর সমতুল্য।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

সত্যিকার দেশপ্রেমিক মানুষ দেশের মাটি ও মানুষকে নিয়ে সবসময় ভাবে এবং তাদের উপকার সাধনে সে দৃঢ়সংকল্প।দেশপ্রেম মানবজীবনের একটি শ্রেষ্ঠ গুণ ও অমূল্য সম্পদ। একটি মহৎ গুণ হিসেবে প্রত্যেক মানুষের মধ্যেই দেশপ্রেম থাকা উচিত। দেশ সেবায় নিজেকে উৎসর্গ করার মধ্যেই মানবজীবনের সার্থকতা নিহিত।

আরও দেখুন:

Leave a Comment