নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস – ভাব-সম্প্রসারণের একটি নমুনা তৈরি করে দেয়া হল। আগ্রহীরা এখন থেকে ধারণা নিয়ে নিজের ভাষায় নিজস্ব সংস্করণ তৈরি করবেন। কবি-সাহিত্যিকদের রচনায় অনেক সময় ভাব-সংহত বাক্য বা চরণ থাকে, যার মিত-অবয়বে লুক্কায়িত থাকে জীবন ও জগৎ সম্পর্কিত গূঢ় কথা, নিহিত থাকে ভূয়োদর্শনের শক্তি। ইতিময়, রূপকাশ্রয়ী স্বল্প-বাক উক্তিগুলো বিশ্লেষণে বের হয়ে আসে গত জীবন সম্পর্কে বৃহৎ ভাব, জীবনের অদ্ভুদর্শন। এই ধরনের ভাবগূঢ় বাক্যগুলোর ব্যাখ্যা-বিশেষণই হলো ভাবসম্প্রসারণ।

 

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।

 

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।

‘মানুষের জীবন সংক্ষিপ্ত, আকাঙ্ক্ষা অনন্ত।’ কোনো মানুষই তার নিজের সুখ-সম্পদে পরিতৃপ্ত নয়। অন্যের সম্পদ, অর্থ এবং সুখের প্রতি তার আকর্ষণ দুর্নিবার। নিজের চেয়ে অন্যের ঐশ্বর্য ও সুখকে বড় করে দেখা তার স্বভাব। সে কখনও নিজের যা আছে তা নিয়ে পরিতৃপ্ত নয় বলে সন্তুষ্ট থাকতে পারে না। সুখ ও সম্পদ মানুষকে হাতছানি দিয়ে ডাকে এবং মানুষ অন্ধভাবে তার পেছনে ছোটে।

 

নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।

মানুষ নিজে যত সুখেইথাকুক না কেন— নিজের সে সুখ তার কাছে ধরা পড়ে না। বরং অন্যের সুখটাই তার চোখে বড় হয়ে ধরা পড়ে। আবার অন্যজনও তদ্রুপ নিজের সুখ ও সম্পদকে না দেখে অন্যের সুখ ও সম্পদকে বড় করে দেখে। নদীর দুপারে সমান সুখ-সুবিধা ও অসুবিধা রয়েছে। কিন্তু প্রত্যেক পারই নিজের সুখকে ছোট করে, ওপারের সুখকে বড় করে দেখে। মানুষের বেলাতেও একথা সত্য। মানুষের আশা-আকাঙ্ক্ষার যেন অন্ত নেই, চাওয়া পাওয়ার পেছনে মানুষ চিরজীবন ছুটে চলে। এক অতৃপ্তির বেদনা নিয়েই মানুষের জীবন (৪৬ নম্বর ভাব-সম্প্রসারণ ও ৭৫ নম্বর ভাব-সম্প্রসারণের মূল অর্থ প্রায় একইরকম, ৭৫ নম্বর ভাব-সম্প্রসারণ অনুসরণে নিজে লেখ।)

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সুখ-দুঃখ, আনন্দ-বেদনা, লাভ-ক্ষতি জীবনেরই অঙ্গ, সবার জীবনেই আসে অপ্রত্যাশিত সুযোগ, আবার অনেক কিছু থেকেই বঞ্চিত হয় মানুষ— এই সরল সত্য উপলব্ধি না করে মানুষ অন্যের অবস্থার প্রতি ঈর্ষাকাতর দৃষ্টিপাত করে। সে ঈর্ষা নতুন দুঃখের, অহেতুক অতৃপ্তি আর হীনম্মন্যতার জন্ম দেয়। তাই নিজের যা কিছু আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারলেই পূর্ণ তৃপ্তি ও আনন্দ লাভ করা যায়।

আরও দেখুন:

Leave a Comment