তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও? সারাংশ সারমর্ম

তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও? সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।

তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে- চাও? সারাংশ সারমর্ম

তুমি জীবনকে সার্থক ও সুন্দর -করিতে চাও?… রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।

 

তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও? | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

 

তুমি -জীবনকে সার্থক ও সুন্দর করিতে -চাও? রচনা

তুমি জীবনকে -সার্থক ও সুন্দর করিতে- চাও? ভাল কথা কিন্তু সে জন্য তোমাকে প্রাণান্ত পরিশ্রম করিতে হইবে। মহৎ কিছু লাভ করিতে হইলে কঠোর সাধনার দরকার। তোমাকে অনেক দুঃখ সহ্য করিতে হইবে। অনেক বিপদ-আপদের সম্মুখীন হইতে হইবে। এইসব তচ্ছ করিয়া যদি তুমি লক্ষ্যের দিকে ক্রমাগত অগ্রসর হইতে পার তবে তোমার জীবন সুন্দর হইবে। আরও আছে, তোমার ভিতরে এক ‘আমি’ আছে। সে বড় দুরন্ত। তাহার স্বভাব পশুর মত বর্বর ও উচ্ছৃঙ্খল। সে কেবল ভোগ, বিলাস চায়, সে বড় লোভী। এই ‘আমি’ জয় করিতে হইবে। তবেই তোমার জীবন সুন্দর ও সার্থক হইয়া উঠিবে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

তুমি জীবনকে- সার্থক ও সুন্দর করিতে- চাও?  সারাংশ :

জীবনকে সুন্দর ও সার্থক করে তুলতে হলে কঠোর পরিশ্রম ও দুঃখ-কষ্ট সহ্য করে সামনে এগিয়ে যেতে হবে। একই সঙ্গে মনের লোভ-লালসাপূর্ণ ও হিংস্র মনোবৃত্তি দমন করতে হবে। তবেই জীবন সুন্দর ও সার্থক হয়ে উঠবে।

 

তুমি জীবনকে সার্থক ও সুন্দর করিতে চাও? | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

 

সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:

সারাংশ সারমর্ম  বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।

শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।

 

আরও দেখুন:

Leave a Comment