বাড়ছে দাম অবিরাম সারাংশ সারমর্ম

বাড়ছে দাম অবিরাম সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।

বাড়ছে দাম অবিরাম সারাংশ সারমর্ম লিখন

বাড়ছে দাম … রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা রচনাটির সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।

 

বাড়ছে দাম অবিরাম | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

বাড়ছে দাম অবিরাম কবিতা

বাড়ছে দাম অবিরাম

চালের ডালের তেলের

নুনের হাঁড়ির বাড়ির গাড়ির চুনের।

আলু মাঙ্গা বালু মাঙ্গা,

কাপড় কিনতে লাগে দাঙ্গা, উঠছে বাজার হু-হু করে সব কিছুর-

অভাব শুধু নাই মানুষের

চাই কত মণ, চাই কত সের, আণ্ডা চাও বাচ্চা চাও

জোয়ান বুড়ো-আসল ফাও

চাহিদা নাই মানুষগুলোর কেবলি তার পড়ছে বাজার।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

বাড়ছে দাম অবিরাম সারমর্ম:

আমাদের জীবনযাত্রার ক্ষেত্রে দৈনন্দিন অপরিহার্য সামগ্রীসহ সব ধরনের পণ্য দিন দিন মহার্ঘ হয়ে উঠেছে। ফলে জনজীবন হচ্ছে দুঃখ ও ভোগান্তির শিকার। পক্ষান্তরে, যে মানুষের কল্যাণ ও সুখ সমৃদ্ধময় ভবিষ্যতের জন্যে। আমাদের সকল আয়োজন সেই মানুষই সমাজে ক্রমে হয়ে উঠছে মূল্যহীন।

BanglaGOLN.com Logo 252x68 px White বাড়ছে দাম অবিরাম সারাংশ সারমর্ম

সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:

সারাংশ সারমর্ম  বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।

শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।

BanglaGOLN.com Logo 252x68 px Dark বাড়ছে দাম অবিরাম সারাংশ সারমর্ম

আরও দেখুন:

Leave a Comment