দ্যাখ মানুষের কষ্ট থাকে না সারাংশ সারমর্ম

দ্যাখ মানুষের কষ্ট থাকে না সারাংশ সারমর্ম দেখবো আজ। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।

দ্যাখ মানুষের কষ্ট থাকে না  সারাংশ সারমর্ম লিখন

দ্যাখ মানুষের … রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা রচনাটির সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।

 

দ্যাখ মানুষের কষ্ট থাকে না | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

 

দ্যাখ মানুষের কষ্ট থাকে না কবিতা

দ্যাখ মানুষের কষ্ট থাকে না,

হয় যদি লোক খাটি

সোনার ফসল ফলায় যখন পায়ের তলার মাটি

মাটিরই যদি না এ হেন মূল্য মানুষের দাম নেই?

এই সংসারে এই সোজা কথা সব আগে বোঝা চাই।

বিশ্বপিতার মহাকারবার এই দিন দুনিয়াটা,

মানুষই তাহার মহামূল্যধন কর্ম তাহার খাটা;

তাঁরি নাম নিয়ে খাটিবে যে জন,

অন্ন তো তার মুখে বিধাতার এই সাচ্চা বাচ্চা কখনো পড়ে না দুঃখে।

তবে যে এথায় দেখিবারে পাই গরিবের দুর্গতি, অর্থ তাহার চেনা না সে তার শক্তির সংহতি।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

দ্যাখ মানুষের কষ্ট থাকে না সারাংশ সারমর্ম সারমর্ম:

পৃথিবীতে মাটি হল সমস্ত সম্ভাবনার উৎস মাটির মতো মানুষও বিপুল সম্ভাবনার আধার। জীবনের দুঃখ-দুর্দশা লাঘবে মানুষ তার শ্রমের দ্বারা সে সব সম্ভাবনাকে সফল করে তোলে। কিন্তু যারা পরিশ্রম করে না তারা জীবনে ব্যর্থ হয়।

 

দ্যাখ মানুষের কষ্ট থাকে না | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

 

সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:

সারাংশ সারমর্ম  বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।

শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।

আরও দেখুন:

Leave a Comment