সড়ক দুর্ঘটনা সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন | প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

সড়ক দুর্ঘটনা সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন এর নমুনা তৈরি করবো আজ | ঘটনা হিসেবে নেব – কুমিল্লার বিশ্বরোডে বাসের সঙ্গে টেম্পুর মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের ৬ জনসহ নিহতের সংখ্যা ৮, আহত ১২ ,  কুমিল্লায় গতকাল সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১০-১২ জন আহত হয়। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জনসহ দুটি শিশু ও ২ জন নারী আছে।

সড়ক দুর্ঘটনা সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন | প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

সড়ক দুর্ঘটনা সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন | প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

কুমিল্লা বিশ্বরোডের কাছে বেলা ১টার সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে টেম্পুর মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সকলেই টেম্পুযাত্রী। জানা গেছে, ঈগল পরিবহনের যাত্রীবাহী বাসটি কুমিল্লা থেকে চট্টগ্রাম যাবার পথে বিশ্বরোডের কাছে চান্দিনা থেকে কুমিল্লাগামী একটি টেম্পুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

 

সড়ক দুর্ঘটনা সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন | প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

 

মাত্রাতিরিক্ত যাত্রীভর্তি টেম্পুটি বাইপাস সড়ক পার হতে গেলে প্রধান সড়কের মাঝামাঝি এসে হঠাৎ টেম্পুর ইঞ্জিন বন্ধ হয়ে যায়। চালক টেম্পুটি ঠেলে রাস্তার একপাশে নেয়ার আগেই বিপরীতদিক থেকে দ্রুতগামী বাসটি তার নিয়ন্ত্রণ রক্ষা করতে না পেরে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে টেম্পুটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই টেম্পুর চালকসহ ৭ জন যাত্রী নিহত হয় এবং বাসের ১০-১২ জন যাত্রী আহত হয়।নিহতদের মধ্যে একই পরিবারের ৬ জনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন- আমেনা বেগম (৩৮), হাজেরা বেগম (২৬), আবুল কাশেম (৫৫); গোলাম আলী (২৮), রহিম শেখ (৬), বাতেন (৮)। নিহত ও আহতদের বাড়ি কুমিল্লা শহরের পাশে নোয়াপাড়া এলাকায় বলে জানা গেছে। ক্যান্টনমেন্ট থানা পুলিশ বাসটি আটক করতে সক্ষম হলেও চালক পালিয়ে যায়।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আরও দেখুন:

Leave a Comment