দিনলিপি রচনার নির্দেশিকা | নির্মিতি | ভাষা ও শিক্ষা

দিনলিপি রচনার নির্দেশিকা | নির্মিতি | ভাষা ও শিক্ষা – দিনলিপিও একটি সাহিত্যকর্ম। দিনলিপি লেখার কাজটি সহজ মনে হলেও, মোটেই তা সহজ নয়। কেননা এটি নিয়মিত অভ্যাস বা অনুশীলনের ব্যাপার। দিনলিপি লেখার শুরুতেই (পৃষ্ঠার বামদিকে) তারিখ ও বারের নাম উল্লেখ করতে হবে। এর মাধ্যমে ঘটনার দিন, তারিখ ও সময় সম্পর্কে জানা যায়। দিনলিপি সহজ-সরল ভাষায় লেখাই উত্তম। তবে তা হতে হবে আকর্ষণীয় ও অনুসরণীয় বা অনুকরণীয়। তাই দিনলিপি লিখতে গেলে অবশ্যই ভাষা-জ্ঞান প্রয়োজন। দিনলিপিটি মোটামুটি গল্পের আকারে লিখতে পারলে উত্তম।

দিনলিপি রচনার নির্দেশিকা | নির্মিতি | ভাষা ও শিক্ষা

 

দিনলিপিত কোনো ঘটনা বর্ণনার সময়ে ঘটনার সময়, স্থান, পরিবেশ ইত্যাদি উল্লেখ করতে হয়। বিশেষভাবে ঘটনাটি কেন গুরুত্বপূর্ণ তা যেন স্পষ্ট হয়। দিনলিপিতে প্রকৃত সত্য বিষয় লিখতে হয়, মিথ্যা বা বানোয়াট কিছু লেখা চলে না। পরীক্ষার উত্তরপত্রে দিনলিপি লেখার সময় কল্পনাকে এমনভাবে কাজে লাগাতে হয় যেন তাতে নিখুঁত বাস্তবতার প্রতিফলন ঘটে।  দিনলিপি লেখার আগে মস্তিষ্কে একটি খসড়া চিত্র দাঁড় করিয়ে নিলে ভালো হয়। এর জন্যে সমস্ত দিনটি যেভাবে অতিবাহিত হয়েছে তা পুনরায় স্মরণ করা এবং একের পর এক ধারাবাহিক ঘটনাগুলোকে সাজিয়ে লিখতে শুরু করা।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

যেমন— আজ সকালে কটায় ঘুম থেকে উঠেছ, কখন কলেজে গিয়েছ, স্কুল বা কলেজে সময়টি কীভাবে কাটলো, পড়াশোনা ঠিকভাবে হলো কিনা, শ্রেণিশিক্ষক ও সহপাঠীদের সঙ্গে আচরণগত শিক্ষাগত সম্পর্ক তৈরি, আচরণগত কোনো অসঙ্গতি, পঠন-পাঠনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আছে কিনা, টিফিনের ফাঁকে খেলাধুলা, গল্প বা কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছ কিনা, বাসায় ফেরার পথে যানজট কিংবা নিরাপত্তাহীনতায় ভুগেছ কিনা, বাসায় ফিরে যথারীতি বাড়ির কাজ সম্পন্ন হয়েছে কিনা ইত্যাদি সম্পর্কে ছোটো ছোটো বাক্যে লিখে দিনলিপি সম্পন্ন করতে হবে।

বিশেষ বিশেষ দিন বা ছুটির দিনের দিনলিপি অন্য-অন্য দিনলিপির থেকে ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। ছুটির দিনের অভিজ্ঞতাটি দিনলিপিতে বিশেষভাবে স্থান পেতে পারে কোনো পার্ক-রেস্তোরা কিংবা মার্কেটে কেনাকাটার কোনো অভিজ্ঞতা । দিনলিপি একান্ত ব্যক্তিগত রচনা বলে তাতে নিজের অভিমত, দৃষ্টিভঙ্গি, অভিজ্ঞতা ইত্যাদি খোলাখুলিভাবে প্রকাশ করা চলে।

Leave a Comment