অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয় করে কবিতা | জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা | জীবনানন্দ দাশ

অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয় করে কবিতাটি আধুনিক বাংলা কবিতার অন্যতম শ্রেষ্ঠ কবি জীবনানন্দ দাশের এক অন্তর্মুখী ও আত্মবিশ্লেষণধর্মী রচনা। এই কবিতায় কবি তাঁর জীবনের ক্ষয়িষ্ণু মুহূর্ত, একাকিত্ব এবং অস্তিত্বের গভীর সংকটকে কাব্যিক ভাষায় প্রকাশ করেছেন। সময়ের প্রবাহে হারিয়ে যাওয়া দিনগুলোর শূন্যতা, জীবনের অবচেতন যন্ত্রণা এবং অর্থহীনতার অনুভূতি এখানে মূর্ত হয়েছে। কবিতার ভেতর দিয়ে ফুটে ওঠে জীবনানন্দের স্বভাবসুলভ নির্জনতা, বিষণ্ণতা এবং আধুনিক মানুষের নিঃসঙ্গ মানসিকতা। ব্যক্তিগত অভিজ্ঞতার আড়ালে তিনি মানবজীবনের সার্বজনীন ক্ষয় ও বেদনার চিত্র অঙ্কন করেছেন, যা এই কবিতাকে বাংলা সাহিত্যের এক গভীর দর্শনময় ও অনন্য কবিতায় রূপ দিয়েছে।

 

অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয় করে – জীবনানন্দ দাশ

অনেক মুহূর্ত আমি করেছি ক্ষয়
করে ফেলে বুঝছি সময়
যদিও অনন্ত, তবু প্রেম যেন অনন্ত নিয়ে নয়।

তবু তোমাকে ভালোবেসে
মুহূর্তের মধ্যে ফিরে এসে
বুঝেছি অকূলে জেগে রয়
ঘড়ির সময়ে আর মহাকালে যেখানেই রাখি এ হৃদয় ।

Leave a Comment