Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

২১১০০৩ – বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা । জাতীয় বিশ্ববিদ্যালয়

২১১০০৩ – বাংলা ভাষার ইতিহাস ও ব্যবহারিক বাংলা

ক. বাংলা ভাষার ইতিহাস (৫০ নম্বর)

* ইন্দো-ইউরোপীয় ম‚ল ভাষা থেকে বাংলা ভাষা পর্যন্ত ক্রমধারা।
* বাংলা ভাষার উৎপত্তিবিষয়ক বিভিন্ন মত।
* নব্য ভারতীয় আর্যভাষাসম‚হের প্রাচ্য শাখা।
* প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত বিভিন্ন স্তর।
* বাংলা ভাষায় আর্য ও বৈদেশিক প্রভাব।
* বাংলা উপভাষা।

খ. ব্যবহারিক বাংলা (৫০ নম্বর)

যুক্তাক্ষর গঠন ও বর্ণের পরিবর্তিত রূপ, বাংলা বানান সংস্কারের নানা উদ্যোগ, প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা বর্ণমালা ও বানানের কিছু সমস্যা, ই ,ি ঈ ী-র ব্যবহার, ণ-ত্ব বিধান, ষ-ত্ব বিধান, সন্ধি : স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, বিরাম চিহ্নের ব্যবহার, বাংলা ভাষার প্রয়োগ ও অপপ্রয়োগ, বাংলা পরিভাষা, সাধু ও চলিত রীতি। প্রতিবর্ণীকরণ, প্রতিবেদন রচনা, জীবনবৃত্তান্ত লিখন, সার-সংক্ষেপণ ও কার্যবিবরণী লিখন।

সহায়ক-গ্রন্থ:

 

বাংলা ভাষার ইতিহাস, জন্ম ও ক্রমবিকাশ:

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুন:

Exit mobile version