হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান সারাংশ সারমর্ম

হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান – এর সারাংশ সারমর্ম লিখবো আজ। কাজী নজরুল ইসলাম তার এই কবিতাটি একটি বিখ্যাত কবিতা। এই পাঠটি আমাদের ভাষা ও শিক্ষা সিরিজের , সারাংশ সারমর্ম বিভাগের একটি পাঠ।

হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান সারাংশ সারমর্ম রচনা

হে দারিদ্র্য তুমি  … রচনাটি ভালোভাবে পড়ে নেবো। এরপর আমরা রচনাটির সারাংশ সারমর্ম তৈরি করবো। তারপর সারাংশ সারমর্ম তৈরি করার নিয়মের দিকে একটু চোখ বুলিয়ে নেব।

 

হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

 

হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান কবিতা

হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান!

তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের

সম্মান কণ্টক মুকুট শোভা; – দিয়াছ তাপস,

অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস;

উদ্ধত উলঙ্গ দৃষ্টি; বাণী ক্ষুরধার,

বীণা মোর শাপে তব হল তরবার।

দুঃসহ দাহনে তব হে দর্পী তাপস,

অম্লান স্বর্গেরে মোর করিলে বিরস,

অকালে শুকালে মোর রূপ রস প্রাণ!

শীর্ণ করপুট ভরি সুন্দরের দান

যতবার নিতে যাই——হে বুভুক্ষু, তুমি অগ্রে আসি,

কর পান! শূন্য মরুভূমি হেরি মম কল্পলোক ।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান সারমর্ম :

দারিদ্র্য জীবনকে করে মহিমান্বিত। দারিদ্র্য মানুষকে স্পষ্টভাষী করে, ফলে সে নির্মম বাণী প্রকাশের প্রেরণা পায়, নিজের দাবি জানাতে সাহস পায়। কিন্তু দারিদ্র্যের অভিশাপে জীবনের অনেক স্বপ্ন অপূর্ণ থাকে এবং সৌন্দর্য-আনন্দ বিনষ্ট হয়।

 

হে দারিদ্র্য তুমি মোরে করেছ মহান | সারাংশ সারমর্ম | ভাষা ও শিক্ষা

 

সারাংশ সারমর্ম তৈরি করার নিয়ম:

সারাংশ সারমর্ম  বলতে কোন বৃহত্তর রচনা, যেমন কোন গবেষণাপত্র, সন্দর্ভ, অভিসন্দর্ভ, পর্যালোচনা, সম্মেলন বিবরণী, বা যেকোন বিষয়ের উপর গভীর বিশ্লেষণী কোন রচনার মূল বিষয়বস্তুর ধারণা প্রদানকারী একটি সংক্ষিপ্ত রচনাকে বোঝায়। সারাংশ সাধারণত রচনার শুরুতে বা কখনো কখনো রচনার শেষে সংযুক্ত করা হয়।

শিক্ষায়তনিক গবেষণায় জটিল গবেষণাধর্মী বিষয়সমূহ সহজভাবে বোধগম্য করে তুলতে সারাংশ ব্যবহৃত হয়। সারাংশ সম্পূর্ণ গবেষণাপত্রের পরিবর্তে একটি ছোট সত্তা হিসেবে কাজ করতে পারে। যেমন, অনেক প্রতিষ্ঠান কোন গবেষণার মূলভিত্তি নির্বাচনে সারাংশ ব্যবহার করে, যা কোন শিক্ষায়তনিক সম্মেলনে পোস্টার আকারে, মৌখিক উপস্থাপনার বা মঞ্চে উপস্থাপনার ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। বেশিরভাগ গবেষণা ডেটাবেজ সার্চ ইঞ্জিনে সম্পূর্ণ গবেষণাপত্র দেওয়ার পরিবর্তে শুরু সারাংশ প্রদান করে থাকে।

 

আরও দেখুন:

Leave a Comment