স্বাধীনতা তুমি কবিতা – ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন বোধয় প্রয়াত প্রধান কবি শামসুর রাহমান। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সময় তিনি ঢাকা এবং নিজগ্রাম নরসিংদীর মেঘনা নদীর পাড়ে পাড়াতলিতে বসে যুদ্ধগাঁথা ‘বন্দী শিবির থেকে’ কাব্যগ্রন্থটি লিখেছিলেন। সেই গ্রন্থের আলোকজ্জ্বোল ও সবচেয়ে বিখ্যাত কবিতাটি হলো ‘স্বাধীনতা তুমি’। এই কবিতার প্রথম দু’চরণ ‘স্বাধীনতা তুমি/ রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান’।
স্বাধীনতা তুমি কবিতা – শামসুর রাহমান
স্বাধীনতা তুমি কবিতা নিয়ে বিস্তারিতঃ
বি ঠাকুরের অজর কবিতার কথা শুরুতেই বলেছি। পরের চরণে নজরুলের কথা বলেছেন, যিনি সৃষ্টির স্বাক্ষরে মহান পুরুষ। এরপর আমাদের স্বাধীনতার প্রথম ধাপ- ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নির্মিত মিনার, শ্লোগান মুখর মিছিল, ফসলের মাঠ, কৃষকের হাসি, কিশোর-কিশোরী, যুবক, মুক্তিযোদ্ধার, ছাত্রদের, সাধারণ মানুষ, বাবা, মা, বোন, বন্ধু, গৃহিণী, খোকা, খুকির অনাবিল আনন্দ আর প্রকৃতির রূপময়তা এবং সবশেষে কবির নিজের আনন্দ। এই যে আনন্দের বন্যা ছড়িয়ে দিয়ে, উপমা-রূপক ও ছন্দ দিয়ে আমাদের স্বাধীনতাকে বর্ণনা করলেন- তা শামসুর রাহমান পেরেছেন।
যতবারই আমরা মার্চের স্বাধীনতায় উপনীত হবো, ততবারই কবি শামসুর রাহমানের তোমাকে পাওয়ার জন্যে, হে স্বাধীনতা এবং স্বাধীনতা তুমি কবিতা দুটো পাঠ করবো। শাণিত হবে আমাদের চেতনা, স্মরণ হবে মহান মুক্তিযুদ্ধ, দেশকে ভালোবাসার প্রাণ জেগে উঠবে।
স্বাধীনতা তুমি কবিতা আবৃত্তিঃ