Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ (১৯৪৮)

১৯৪৬-৪৭ - সাতটি তারার তিমির - জীবনানন্দ দাশের কবিতা

সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ (১৯৪৮) কবি জীবনানন্দ দাশের লেখা পঞ্চম কাব্যগ্রন্থ। ১৯৪৮ খ্রিষ্টাব্দে (১৩৫৫ বঙ্গাব্দ) কলকাতা থেকে এটি গ্রন্থাকারে প্রকাশিত হয়। প্রকাশিত হওয়ার পর থেকেই এই কাব্যগ্রন্থের বিরুদ্ধে দুবোর্ধ্যতার অভিযোগ ওঠে।

সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ (১৯৪৮) প্রকাশনা তথ্যাদি:

সাতটি তারার তিমির ১৯৪৮ সালে কলকাতা থেকে প্রকাশিত হয়। গুপ্ত রহমান এ্যান্ড গুপ্ত প্রকাশনী থেকে প্রকাশক আতাউর রহমান এটি প্রকাশ করেন। প্রচ্ছদ করেছিলেন সত্যজিৎ রায়। প্রথম প্রকাশের সময় বইটির দাম রাখা হয় আড়াই টাকা। বইটি উৎসর্গ করা হয় হুমায়ুন কবিরকে।

সাতটি তারার তিমির কাব্যগ্রন্থ (১৯৪৮) কবিতাসূচী:

এই কাব্যগ্রন্থে মোট চল্লিশটি(৪০) কবিতা অন্তর্ভুক্ত আছে। কবিতাগুলোর শিরোনাম হলোঃ

 

 

 

আরও দেখুন:

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
Exit mobile version