Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

সমূদ্রের দিকে যাচ্ছি কবিতা

e0a6b8e0a6aee0a782e0a সমূদ্রের দিকে যাচ্ছি কবিতা

সমূদ্রের দিকে যাচ্ছি কবিতা – মুহাম্মদ সামাদ একজন কবি এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য। তার কবিতার জন্য তিনি দেশী ও বিদেশী নানা পুরস্কারে ভূষিত হয়েছেন। কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি ২০২১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

 

 

সমূদ্রের দিকে যাচ্ছি কবিতা

 

একজন বুর্জুয়া নেতা সাজানো সান্ধ্য টেবিলে আমাকে ডেকে বললেন—

‘কিছুদিন আগেও আমি তোমাকে খুব ভালোবাসতাম’

একজন বিলাসী আমলা রোববার সকালে আমাকে ডেকে বললেন—

‘ভালো লেখাপড়া জানো বিসিএস পরীক্ষাটা দাও’

একজন বয়স্ক সমালোচক তাঁর পত্রিকায় আমাকে ডেকে বললেন—

‘কী সব কবিতা লেখো, কাঁচা হাত আগুনে দিয়ো না’

সদ্য সূর্য ওঠা রক্তাক্ত সকাল— আমার প্রিয় বাংলাদেশ!

ছিন্নমূল মানুষের মুখ প্রত্যাশায় কেমন উন্মুখ

বেকার যুবকের গভীর দীর্ঘশ্বাস কেমন ধারালো

ক্ষুধার্ত শিশুর করুণ চিৎকার কী ভয়ংকর বিদ্রোহী

হাড্ডিসার শ্রমিকের বিক্ষুব্ধ সমাবেশ কেমন গনগনে জলন্ত উনুন—

বস্তুত সকলেই উৎকর্ণ ভীষণ!

এখানে আমাকে কবিতা পড়তে হবে,

কবিতা আমাকে পড়তেই হবে—

‘চলো শুকনো হাড়ের বদলে

সন্ধান করি তাজা রক্তের

তৈরি হোক লাল আগুনে ঝলসানো আমাদের খাদ্য

শিকলের দাগ ঢেকে দিয়ে গজিয়ে উঠুক

সিংহের কেশর প্রত্যেকের ঘাড়ে।

পিছুডাকে আর কিছুতেই ফেরাবো না ঘাড়

আমি এখন সমুদ্রের দিকে যাচ্ছি।

 

সমূদ্রের দিকে যাচ্ছি কবিতা আবৃত্তি:

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

 

আরও দেখুন:

 

Exit mobile version