সমাস নিয়ে বিস্তারিত | বাংলা ভাষা ও ব্যাকরণ

সমাস নিয়ে বিস্তারিত বাংলা ব্যাকরণ এর খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ৪ পর্বের ক্লাসে বাংলা ব্যাকরণ এর “সমাস” এর বিস্তারিত পাঠ তুলে ধরতে চেষ্টা করেছি। সমাস শব্দের অর্থ সংক্ষেপন, একাধিক পদের একপদীকরণ। সংক্ষিপ্ত করার কাজ করলেও সমাসের পাঠ হওয়া প্রয়োজন বিস্তারিত। আমাদের এই ভিডিওতে থাকছে সমাস সম্পর্কে আলোচনা।

ভর্তি পরীক্ষার বাংলা অংশের জন্য দেখে ফেলতে হবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। সমাস নিয়ে আলোচনাগুলোর বাকি পর্বগুলো দেখতে আমাদের সাথে থাকুন। যারা বিশ্ববিদ্যালয় ভর্তি ক্লাস করছে (University Admission Class), প্রস্তুতি নিচ্ছে তাদের এটি অবশ্যই জানা দরকার। তাছাড়া যারা বিসিএস প্রস্তুতি (BCS Preparation) নিচ্ছে তাদের জন্যও বিষয়টা একই ভাবে জরুরী।

 

সমাস নিয়ে বিস্তারিত

অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন প্রক্রিয়াকে সমাস

  • দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়।
  • পদের বিভক্তি লোপ পায়

 

সমাস নিয়ে বিস্তারিত

 

 বৈশিষ্ট্য

অর্থসম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়া কে সমাস বলে। যেমন – দেশের সেবা= দেশসেবা

  • পাশাপাশি দুই বা তার অধিক শব্দ থাকতে হবে।
  • এসব শব্দের মধ্যে অর্থসঙ্গতি থাকতে হবে।
  • নতুন শব্দ গঠন করার ক্ষমতা থাকতে হবে।

 

প্রয়োজনীয়তা

  • অনেক নতুন শব্দ গঠন করা যায়।
  • ভাষাকে সহজ-সরল, সংক্ষিপ্ত, প্রাঞ্জল ও শ্রুতিমধুর করা যায়।
  • অল্প কথায় ব্যাপক ভাব প্রকাশ করা যায়।
  • সহজভাবে শব্দ উচ্চারণ করা যায়।
  • বক্তব্যকে সুন্দর, শ্রুতিমধুর, সংক্ষিপ্ত, সহজ-সরল, অর্থবহ ও তাৎপর্যপূর্ণ করা যায়।
  • বাক্যকে গতিশীল করা যায়।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

উপাদান (ব্যাখ্যা)

বিলাতফেরত রাজকুমার সিংহাসনে বসলেন।

  • এখানে বিলাতফেরত, রাজকুমার রাজকুমার ও সিংহাসন  – তিনটিই সমাসবদ্ধ পদ।
  • এগুলোর গঠন প্রক্রিয়া: বিলাত হতে ফেরত, রাজার কুমার, সিংহ চিহ্নিত আসন –  এগুলো হলো ব্যাসবাক্য।
  • এসব ব্যাসবাক্যে বিলাত, ফেরত, রাজা, কুমার, সিংহ, আসন হলো একেকটি  সমস্যমান পদ।
  • আর বিলাতফেরত, রাজকুমার, সিংহাসন সমস্ত পদ।
  • বিলাত, রাজা ও সিংহ হলো পূর্বপদ আর ফেরত, কুমার ও আসন হলো পরপদ।

 

প্রকারভেদ

  •  দ্বন্দ্ব
  • দ্বিগু
  • কর্মধারয়
  • তৎপুরুষ
  • বহুব্রীহি
  • অব্যয়ীভাব

 

ণ ত্ব বিধান 1 সমাস নিয়ে বিস্তারিত | বাংলা ভাষা ও ব্যাকরণ

 

সমাস নিয়ে বিস্তারিত নিয়ে বিস্তারিত :

 

আরও দেখুন:

Leave a Comment