সংলাপ কী? | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

সংলাপ কী? | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা ,ইংরেজি ‘dialogue’ বা ‘conversation’-এর বাংলা প্রতিশব্দ সংলাপ বা কথোপকথন। দুই বা তার বেশি ব্যক্তির মধ্যে যে কথাবার্তা তাকেই বলা হয় সংলাপ বা কথোপকথন। প্রাত্যহিক জীবনে আমরা প্রতিনিয়ত একে অপরের সঙ্গে কথা বলে চলি। লক্ষ করলে দেখব, তার অধিকাংশ কথাই বিচ্ছিন্ন অসম্পূর্ণ এবং যথাযথ শব্দ প্রয়োগে ও বাক্য- বিন্যঅসে সুসংহত নয়। লিখিত সংলাপে বিচ্ছিন্ন অসম্পূর্ণ বাক্য কাম্য নয়; তাকে শুধু ভাষাগত সম্পূর্ণতা দান করলেই চলবে না, অর্থগত পূর্ণতা দিতে হবে।

 

সংলাপ কী? | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

 

সংলাপ কী? | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

সংলাপ-নির্ভর সাহিত্যশাখার নাম নাটক। সংলাপই নাটকের একমাত্র প্রকাশ-মাধ্যম। সংলাপের মধ্য দিয়ে নাটকের কাহিনী এগোয়, চরিত্রগুলো নিজ নিজ বৈশিষ্ট্যকে পাপড়ি মিলে ফুটে ওঠা ফুলের মতো ধীরে ধীরে বিকশিত করে, ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নাটকের কাহিনী ও চরিত্র পরিণতির অভিমুখী হয়। সেজন্য সংলাপ নাটকের প্রাণ বললে অত্যুক্তি হয় না। তবে শিক্ষার্থীর অনুশীলিত সংলাপের সঙ্গে নাটকের সংলাপের পার্থক্য দুস্তর।

 

সংলাপ কী? | সংলাপ লিখন | ভাষা ও শিক্ষা

শিক্ষার্থীর লেখ্য সংলাপ প্রধানত বিষয়ানুগ, তাতে কেবল প্রদত্ত বিষয়ের আলোচনা প্রাধান্য লাভ করে, নাটকের কাহিনীর অগ্রগতি ও চরিত্রের পরিণামমুখী বিকাশের অবকাশ নেই। এই জন্য সাধারণ সংলাপ চরিত্রানুগ হয় না। বরং বলা যায়, কোনো প্রাবন্ধিক-বিষয়কে সংলাপের ভিন্ন স্বাদে পরিবেশিত করা হয়। গল্প-উপন্যাসেও সংলাপ থাকে, তবে তা বর্ণনা অংশের অঙ্গীভূত হয়ে কাহিনী ও চরিত্রের অগ্রগতিতে সহায়তা করে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

সংলাপ-রচনা যেহেতু সৃষ্টিধর্মী শিল্পকর্ম, সেহেতু বিষয়ের নিহিত নীরস আলোচনাতেই সংলাপ-রচনা কেন্দ্রীভূত থাকতে পারে না, তাকে সরস শিল্পগুণান্বিত করতে, সাহিত্যের মহিমা দিতে সংলাপ রচয়িতাকে যতখানি সম্ভব সৃজনশীল মনের পরিচয় দিতে হয়। বিশ্বসাহিত্যে উৎকৃষ্ট সংলাপের অভাব নেই। প্রশ্ন ও উত্তরের মাধ্যমে সংলাপ রচনার প্রবর্তক হিসেবে গ্রীক দার্শনিক সক্রেটিসের কথা পণ্ডিতেরা বলে থাকেন। দার্শনিক প্লেটো সংলাপ-ভিত্তিক প্রবন্ধের বই রচনা করেছিলেন। গ্রীক, ফরাশী ও ইংরেজি সাহিত্যে খ্যাতিমান সংলাপ রচয়িতাদের মধ্যে লুসিয়ান, ফঁতেনেলি, ভেলেরির নাম উল্লেখযোগ্য। বাংলা সাহিত্যেও উৎকৃষ্ট সংলাপ রচনা করে অনেকে যশস্বী হয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সংলাপভিত্তিক ‘পঞ্চভূত’ এক অসামান্য সৃষ্টি।

 

বাংলা সংলাপ রচনা নিয়ে বিস্তারিতঃ

 

আরও দেখুন:

Leave a Comment