হরতাল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা | প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

হরতাল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা | প্রতিবেদন | ভাষা ও শিক্ষা , হরতালে নিথর খুলনা মানিকের খুনিদের গ্রেফতার দাবি ৷৷ প্রতিবাদের ঝড় সাংবাদিক মানিক সাহা হত্যার প্রতিবাদে পালিত সকাল-সন্ধ্যা হরতালে গতকাল শনিবার বন্দরনগরী খুলনা অচল হয়ে পড়ে। বিভিন্ন সংগঠনের শোকাহত নেতারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবি জানায়। গতকাল সারাদিন নগরীর দোকানপাট, ব্যবসায় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, রূপসা নদীতে ফেরি চলাচল, ব্যাংক, বিমা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ছিল।

হরতাল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা | প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

দূরপাল্লার পরিবহনসহ নগরীতে বাস, ট্রাক, মিনিবাস ও বেবিট্যাক্সি চলাচল করে নি। প্রধান প্রধান সড়কে রিকশাও চলাচল করে নি। বাহ্যত নিথর হয়ে পড়ে খুলনা নগরী। ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। শিল্প এলাকার ভারী শিল্পকারখানায় উৎপাদন স্বাভাবিক ছিল বলে কর্তৃপক্ষীয় সূত্র দাবি করেছে।

 

হরতাল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা | প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

 

হরতাল চলাকালে সাংবাদিকরা একাধিকবার বিক্ষোভ মিছিল বের করেন। পরে মানিক সাহা যেখানে নিহত হন মির্জাপুর মোড়ে সেখানে নির্মিত অস্থায়ী মানিক মঞ্চের সমাবেশে ঘোষণা করা হয় যে, যতদিন প্রধানমন্ত্রী ও বিরোধী দলের নেত্রী খুলনায় এসে মানিক সাহাসহ অন্য সাংবাদিকদের হত্যার বিচারের ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চয়তা বিধানের প্রতিশ্রুতি না দেবেন ততদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উক্ত মঞ্চে লাগাতার প্রতীক অনশন পালন করা হবে। খুলনা আইনজীবী সমিতি মানিক সাহার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আদালত বর্জন করে এবং নেতৃবৃন্দ অস্থায়ী মানিক মঞ্চে এসে সংহতি প্রকাশ করেন।

 

হরতাল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন রচনা | প্রতিবেদন | ভাষা ও শিক্ষা

 

মানিক চন্দ্র সাহাকে হত্যার অভিযোগে খুলনা সদর থানার এস আই রণজিৎ কুমার দাস বাদী হয়ে দু’টি মামলা দায়ের করেছেন। তবে গতকাল পর্যন্ত পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাউকে গ্রেফতার করতে পারে নি এবং এর মোটিভও উদ্ধার করতে পারে নি। খুলনা প্রেস ক্লাব সাংবাদিক মানিক সাহার পরিবারের জন্য সহায়তা তহবিল গঠন করার উদ্দেশ্যে স্ট্যান্ডার্ড ব্যাংক খুলনা শাখায় একটি সঞ্চয়ী হিসাব খুলেছে।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

সঞ্চয়ী হিসান নং- ৩৪০০৪৫৬২। উক্ত তহবিলে সাহায্য পাঠাবার জন্য সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। মানিক হত্যার প্রতিবাদে এবং খুনিদের গ্রেফতারের দাবিতে আওয়ামী লীগ আগামী রবিবার খুলনায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে।

আরও দেখুন:

Leave a Comment