Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

সংকল্প কবিতা – কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলামের “সংকল্প” একটি প্রেরণাদায়ী ও বিদ্রোহী চেতনায় উজ্জীবিত কবিতা, যা মানুষকে আত্মবিশ্বাস, সাহস ও মানবিক মূল্যবোধে অবিচল থাকার আহ্বান জানায়। এই কবিতায় কবি সংগ্রামী মনোভাব ও আদর্শের প্রতি অটল থাকার দৃঢ় সংকল্প ব্যক্ত করেছেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, স্বাধীনতার জন্য লড়াই এবং নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর মত উচ্চ আদর্শ এই কবিতার মূল উপজীব্য। শব্দচয়ন ও ছন্দে ভরপুর এই কবিতাটি নজরুলের বিদ্রোহী কবি রূপকে আরও সুদৃঢ়ভাবে তুলে ধরে, যেখানে তিনি নিজের জীবনকেও এক মহৎ সংগ্রামের প্রতীক হিসেবে তুলে ধরেছেন। “সংকল্প” কবিতা তাই শুধু সাহিত্য নয়, একটি আদর্শিক দিকনির্দেশনা হিসেবেও পাঠকের মন ছুঁয়ে যায়।

 

সংকল্প কবিতা – কাজী নজরুল ইসলাম

 

থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে,-
কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘুর্ণিপাকে।
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে,
কিসের নেশায় কেমন করে মরছে যে বীর লাখে লাখে,
কিসের আশায় করছে তারা বরণ মরণ-যন্ত্রণারে।।

কেমন করে বীর ডুবুরী সিন্ধু সেঁচে মুক্তা আনে,
কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বরগ পানে।
জাপটে ধরে ঢেউয়ের ঝুঁটি
যুদ্ধ-জাহাজ চলছে ছুটি,
কেমন করে আঞ্ছে মানিক বোঝাই করে সিন্ধু-যানে,
কেমন জোরে টানলেসাগর উথলে ওঠে জোয়ার বানে।

কেমন করে মথলে পাথার লক্ষী ওঠেন পাতাল ফুঁড়ে,
কিসের অভিযানে মানুষ চলছে হিমালয় চুড়ে।
তুহিন মেরু পার হয়ে যায়
সন্ধানীরা কিসের আশায়;
হাউই চড়ে চায় যেতে কে চন্দ্রলোকের অচিন পুরেঃ
শুনবো আমি, ইঙ্গিত কোন ‘মঙ্গল’ হতে আসছে উড়ে।।

কোন বেদনার টিকিট কেটে চন্ডু-খোর এ চীনের জাতি
এমন করে উদয়-বেলায় মরণ-খেলায় ওঠল মাতি।
আয়ার্ল্যান্ড আজ কেমন করে
স্বাধীন হতে চলছে ওরেঃ
তুরষ্ক ভাই কেমন করে কাঁটল শিকল রাতারাতি!
কেমন করে মাঝ গগনে নিবল গ্রীসের সূর্য-বাতি।।

রইব না কো বদ্ধ খাঁচায়, দেখব এ-সব ভুবন ঘুরে-
আকাশ বাতাস চন্দ্র-তারায় সাগর-জলে পাহাড়-চুঁড়ে।
আমার সীমার বাঁধন টুটে
দশ দিকেতে পড়ব লুটেঃ
পাতাল ফেড়ে নামব নীচে, ওঠব আবার আকাশ ফুঁড়েঃ
বিশ্ব-জগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পুরে।।

সংকল্প কবিতা – কাজী নজরুল ইসলাম

 

সংকল্প কবিতা এর মূলভাবঃ

সংকল্প কবিতার মূলভাবঃ  কিশোর মন চিরকৌতূহলী। সে জানতে চায় বিশ্বের সবকিছু। আবিষ্কার করতে চায় অসীম আকাশের সব অজানা রহস্য। বুঝতে চায় কেন মানুষ অসীমে, অতলে, অন্তরীক্ষে ছুটছে। বীর কেন জীবন বিপন্ন করে মৃত্যুকে বরণ করছে। সে আরও জানতে চায়, ডুবুরিরা কেমন করে গভীর পানিতে ডুব দিয়ে মুক্তা আহরণ দিয়ে তিনি তাঁর অদম্য কৌতূহলের সফল প্রকাশ দেখতে চান।

কাজী নজরুল ইসলাম [ Kazi Nazrul Islam ]

সংকল্প কবিতা আবৃত্তিঃ

 

 

Exit mobile version