শ্রেষ্ঠ বিদেশি গল্প | আবদুল্লাহ আবু সাঈদ

শ্রেষ্ঠ বিদেশি গল্প আমাদের “বুকরিভিউ [ Book Review ]” সিরিজের ১৪ম পর্ব। আমাদের “বুকরিভিউ [ Book Review ]” সিরিজটিতে মূলত বিভিন্ন বই পাঠ ও এর রিভিউ করা হয়েছে। আজকের ভিডিওতে “শ্রেষ্ঠ বিদেশি গল্প- আবদুল্লাহ আবু সাঈদ [ Sreshtho Bideshi Golpo- Abdullah Abu Sayeed ]” বইটি পাঠ ও এর রিভিউ করা হয়েছে।

 

শ্রেষ্ঠ বিদেশি গল্প

 

“শ্রেষ্ঠ বিদেশী গল্প বইটির প্রথমের কিছু অংশ :

ম্যাডিসন স্কোয়ারে তার বেঞ্চিটার উপর সোপি অস্বস্তিতে নড়ে উঠল। যখন বুননা হাঁস রাত্রে আকাশে ওড়ে, যখন সিল মাছের চামড়ার কোর্ট না পরা স্ত্রীলোকেরা তাদের স্বামীদের ওপর সদয় হয়ে ওঠে, আর যখন সোপি পার্কের ভেতরে তার বেঞ্চির উপর অস্বস্তিতে নড়াচড়া করে তখন বুঝতে হবে শীত আসব আসব করছে। একটা শুকনো পাতা সোপির কোলের উপর উড়ে পড়ল। ওটা শ্রীযুক্ত শীতের পত্র। ম্যাডিসন স্কোয়ারের নিয়মিত বাসিন্দাদের প্রতি শ্রীযুক্ত বেশ সদয়। তিনি তার বাৎসরিক আগমন-বার্তার সতর্কবাণী সময়মতোই দেন।

 

শ্রেষ্ঠ বিদেশি গল্প

 

দেন চারমাথার মোড়ে উত্তর বাতাসকে, দেন উন্মুক্ত স্থানের বাসিন্দাদের বাড়ির দারওয়ানকেও, যাতে অধিবাসী সময় থাকতে প্রস্তুত হতে পারে। সোপির মনে হল যে, আগামী কষ্টের প্রতিকার করবার সময় এসেছে। তাই সে বেঞ্চির উপর অস্বস্তিকরভাবে নড়াচড়া করে উঠল।। তার শীতকালীন উচ্চাকাঙ্ক্ষা খুব উঁচু ধরনের নয়। ভূমধ্যসাগরে জাহাজে চড়ে ঘোরাও নয়, দক্ষিণদেশের দ্রিালু আকাশের তলাতেও নয়, ভেসুভিয়ান উপসাগরে ভেসে বেড়ানোও নয়, এসব কিছুই নয়। দ্বীপের মধ্যে তিনটে মাস কাটানোই তার সত্যিকারের বাসনা।

তিন মাসের নিশ্চিত খাওয়া শোওয়া, মনের মতো সঙ্গ, পুলিশ আর শীত থেকে নিরাপদ থাকা জীবনে এর চেয়ে কাম্য জিনিশ সোপির কাছে আর নেই। কয়েক বছর ধরে ব্ল্যাকওয়েলের অতিথিপরায়ণ জেলখানাই হয়ে আসছে তার শীতকালীন আবাসগৃহ।

যেমন তার চেয়ে বেশি ভাগ্যবানের দল নিউইয়র্কের লোকেরা গাম-বিচ কিংবা রিডোরার টিকিট কাটে প্রতি শীতকালে, তেমনি সোপিও তার দ্বীপে যাবার বাৎসরিক যাত্রার অন্যান্য আয়োজন করেছিল। এখন এবারেও সেই সময় এসেছে। আগের রাত্রে তিনটে রবিবারের খবরের কাগজ কেটে এবং গা কোলের ভেতরে নিয়েও তার শীত কাটেনি। সেভাবেই সে সেই পুরনো পার্কের বারনার ধারে বেঞ্চির উপর শুয়ে ছিল। সুতরাং দ্বীপের কথাটাই সোপির মনে সবচেয়ে বেশি করে এবং ঠিক সময়ে উদয় হল।

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

শ্রেষ্ঠ বিদেশি গল্প | আবদুল্লাহ আবু সাঈদ :

 

 

আরও দেখুন:

Leave a Comment