Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

শোন একটি মুজিবরের থেকে || Class 7 Bangla 1st Paper

class 7 bangla 1st paper e0a6 শোন একটি মুজিবরের থেকে || Class 7 Bangla 1st Paper

শোন একটি মুজিবরের থেকে কবিতাটি গৌরীপ্রসন্ন মজুমদার রচিত, সপ্তম শ্রেণীর সপ্তবর্ণা বই এর পাঠ। শোন একটি মুজিবরের থেকে ক্লাস শেষে শিক্ষার্থীরা কবিতার কবি পরিচিতি বলতে পারবে। শোন একটি মুজিবরের থেকে কবিতাটির মূলভাব ব্যাখ্যা করতে পারবে। শোন একটি মুজিবরের থেকে কবিতাটি শুদ্ধ উচ্চারণে আবৃত্তি করতে পারবে। শোন একটি মুজিবরের থেকে কবিতায় পাওয়া নতুন শব্দের অর্থ বলতে পারবে। কোনো নতুন বিষয় সামনে এলে ঠাণ্ডা মাথায় সমাধান করতে পারবে । অপরিকল্পিত কোনো কাজ সুষ্ঠু ভাবে করা সম্ভব না তা বলতে পারবে।

 

গৌরীপ্রসন্ন মজুমদার

 

 

গৌরীপ্রসন্ন মজুমদার ( ৫ ডিসেম্বর ১৯২৫ – ২০ অগাস্ট ১৯৮৬) বাংলা আধুনিক ও চলচ্চিত্র সংগীতের বিশিষ্ট গীতিকার ও সুরকার। বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ জুড়ে বাংলা ছায়াছবি ও আধুনিক গানের জগতকে যাঁরা প্রেমাবেগ-উষ্ণ রেখেছিলেন তিনি তাঁদের একজন। গীত রচনায় তার বৈশিষ্ট্য শব্দচয়নে। মান্না দের গাওয়া তার লেখা ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ ২০০৪ সালে বিবিসির জরিপে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ২০টি বাংলা গানে ঠাঁই পেয়েছে।

গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ সালে ৫ ডিসেম্বর বর্তমান বাংলাদেশের পাবনা জেলার ফরিদপুর উপজেলার গোপালনগর গ্রামে জন্মগ্রহণ করেন। বাচ্চু’ ছিল তার ডাক নাম। তার বাবা গিরিজাপ্রসন্ন মজুমদার ছিলেন বিখ্যাত উদ্ভিদবিদ। গৌরীপ্রসন্ন মজুমদার ১৯২৪ খ্রিষ্টাব্দের ৫ই ডিসেম্বর জন্মগ্রহণ এবং ১৯৮৬ সালের ২০ আগস্ট কলকাতায় মৃত্যু বরণ করেন।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

শোন একটি মুজিবরের থেকে

 

শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।

সেই সবুজের বুক চেরা মেঠো পথে,
আবার এসে ফিরে যাবো আমার
হারানো বাংলাকে আবার তো ফিরে পাবো।
শিল্পে কাব্যে কোথায় আছে হায় রে
এমন সোনার দেশ।

শোনো, একটি মুজিবরের থেকে
লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি
আকাশে বাতাসে ওঠে রণি।
বাংলাদেশ আমার বাংলাদেশ।।

বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ,
জীবনানন্দের রূপসী বাংলা
রূপের যে তার নেইকো শেষ, বাংলাদেশ।.

শোন একটি মুজিবরের থেকে কবিতাটি নিয়ে বিস্তারিতঃ

 

আরও দেখুন:

 

 

Exit mobile version