শিক্ষাসফরে প্রেরণের আবেদন জানিয়ে অধ্যক্ষের কাছে দরখাস্ত | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

শিক্ষাসফরে প্রেরণের আবেদন জানিয়ে অধ্যক্ষের কাছে দরখাস্ত | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা ,আবেদন পত্র লেখার নিয়ম আমাদের ছাত্র জীবন থেকে কর্মজীবন সব জায়গায় প্রয়োজন হয়। বিভিন্ন কাজের জন্যই আমাদের বিভিন্ন রকম দরখাস্ত লেখার নিয়ম জানার দরকার হয়ে থাকে। ছোটবেলায় ছুটির জন্য আবেদন পত্র লেখার নিয়ম শেখা কিংবা পড়াশোনা শেষে চাকরির দরখাস্ত লেখা, বাস্তবিক অর্থে আবেদন পত্র লেখার জন্য সবার মাঝেই প্রথমবার একটি অস্বস্তি অনুভব হয়ে থাকে।

 

শিক্ষাসফরে প্রেরণের আবেদন জানিয়ে অধ্যক্ষের কাছে দরখাস্ত | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

 

তাছাড়া, চাকরির দরখাস্ত লেখার নিয়ম নিয়ে আমাদের একটু বাড়তি সতর্কতাই অবলম্বন করতে হয়। তাই, আবেদন পত্র লেখার নিয়ম বাংলা কিংবা ইংরেজি যে ভাষাতেই হোক না কেন তা সঠিকভাবে জানা প্রয়োজন।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

আবেদন পত্র লেখার নিয়ম নিয়ে কোনো বিষয় অজানা থাকলে বা মনে দ্বিধাগ্রস্ত হলেও অন্য কারো সাহায্য গ্রহন করতে অস্বস্তিবোধ হয়। কারন শিক্ষাগত যোগ্যতার বিপরীতে কারো কাছে এধরনের সহযোগিতা চাওয়াটা বিব্রতকর মনে ওয়াটা অস্বাভাবিক নয়। তাই আমাদের উচিৎ আবেদনপত্র লেখার নিয়মগুলো সঠিকভাবে আয়ত্বে নিয়ে আসা। কিভাবে দরখাস্ত লিখতে হয়, কোন আবেদনপত্রের ফরম্যাট কেমন হবে, কি ধরনের তথ্য সংযুক্তি হিসেবে দিতে হবে, সেসব বিষয়ে পর্যাপ্ত জ্ঞান অর্জন করা।

 

শিক্ষাসফরে প্রেরণের আবেদন জানিয়ে অধ্যক্ষের কাছে দরখাস্ত | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

 

শিক্ষাসফরে প্রেরণের আবেদন জানিয়ে অধ্যক্ষের কাছে দরখাস্ত

বরাবর

অধ্যক্ষ, … কলেজ, কুমিল্লা।

বিষয় : শিক্ষাসফরে প্রেরণের আবেদন।

মহোদয়,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার কলেজের দ্বাদশ শ্রেণি, বিজ্ঞান শাখার ছাত্র-ছাত্রী। আগামী মাসের প্রথম সপ্তাহে আমরা শিক্ষাসফরে যাবার ইচ্ছা পোষণ করছি। শ্রেণিকক্ষের সীমাবদ্ধ পাঠ্যসূচির বাইরে ব্যবহারিক জীবনের জ্ঞান অর্জনের জন্য এই শিক্ষাসফল সহায়ক হবে বলে মনে করি। বর্তমান যুগে শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজনীয়তা অপরিসীম। এর মাধ্যমে আমরা নতুন স্থান পরিদর্শনের সঙ্গে সঙ্গে অনেক ব্যাপারে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ। পাব, যা আমাদের জ্ঞানার্জনে সহায়ক হবে।

আমরা শিক্ষাসফরে কক্সবাজার যাওয়ার জন্যে আগ্রহ প্রকাশ করছি। সেখানের সমুদ্র সৈকতে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করার সঙ্গে সঙ্গে সমুদ্রের বিভিন্ন মৎস্যশ্রেণীভুক্ত প্রাণীর সঙ্গে সরেজমিনে পরিচিত হতে চাই। শিক্ষাসফরে আমরা পাঁচ দিন কাটাব বলে মনস্থ করেছি। এ পাঁচ দিনে আমাদের চল্লিশ জন ছাত্র-ছাত্রীর প্রায় ‘ষাট হাজার’ টাকা খরচ হবে। সম্পূর্ণ টাকা আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। এ ব্যাপারে আপনার (কলেজ কর্তৃপক্ষের) সাহায্য ও সহানুভূতি কামনা করছি। আপনার অনুমতি পেলে আমরা এ টাকার অর্ধেক বহন করতে ইচ্ছা পোষণ করছি। অতএব মহোদয়ের নিকট আমাদের বিনীত নিবেদন, শিক্ষাসফরের গুরুত্ব ও প্রয়োজন উপলব্ধি করে আমাদের শিক্ষাসফরে যাওয়ার অনুমতি ও প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করলে বিশেষভাবে বাধিত হব।

বিনীত

কলেজের ছাত্রছাত্রীদের পক্ষে,

‘খ’, ‘গ’, ‘ঘ’ কলেজ, কুমিল্লা।

 

আরও দেখুন:

Leave a Comment