শহর কবিতা – জীবনানন্দ দাশ | মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪) 

শহর কবিতাটি জীবনানন্দ দাশের মহাপৃথিবী কাব্যগ্রন্থের একটি কবিতা। মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪)  কবি জীবনানন্দ দাশের চতুর্থ কাব্যগ্রন্থ যেটি প্রকাশিত হয় ১৯৪৪ খ্রিষ্টাব্দে এবং এর প্রকাশক ছিলেন সত্যপ্রসন্ন ঘোষ।

 

শহর কবিতা – জীবনানন্দ দাশ | মহাপৃথিবী কাব্যগ্রন্থ (১৯৪৪)

হৃদয়, অনেক বড়ো বড়ো শহর দেখেছ তুমি;
সেই সব শহরের ইটপাথর,
কথা, কাজ, আশা, নিরাশার ভয়াবহ হদত চক্ষু
আমার মনের বিস্বাদের ভিতর পুড়ে ছাই হয়ে গেছে।
কিমও তবুও শহরের বিপুল মেঘের কিনারে সূর্য উঠতে দেখেছি;
বন্দরের নদীর ওপারে সূর্যকে দেখেছি
মেঘের কমলারঙের ক্ষেতের ভিতর প্রণয়ী চাষার মতো বোঝা রয়েছে তার;
শহরের গ্যাসের আলো ও উঁচু উঁচু মিনারের উপরেও দেখেছি–নক্ষত্রেরা–
অজস্র বুনো হাঁসের মতো কোন্ দক্ষিণ সমুদ্রের দিকে উড়ে চলেছে।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Leave a Comment