Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

লক্ষ্মী কবিতা – সুকুমার রায়

হাত-পা-ভাঙা নোংরা পুতুল মুখটি ধুলোয় মাখা,
গাল দুটি তার খাবলা-মতন চোখ দুটি তা কোথায় বা তার চুল বিনুনি কোথায় বা তার মাথা,
আধখানি তার ছিন্ন জামা, গায় দিয়েছে কাঁথা।

পুতুলের মা ব্যস্ত কেবল তার সেবাতেই রত
খাওয়ান শোয়ান আদর করেন ঘুম ডেকে দেন কত।

বলতে গেলাম, “বিশ্রী পুতুল” অম্‌নি বলেন রেগে—
“লক্ষ্মী পুতুল, জ্বর হয়েছে তাইত এখন জেগে।”

দ্বিগুণ জোরে চাপড়ে দিল ‘আয় আয় আয়’ ব’লে—
নোংরা পুতুল লক্ষ্মী হ’য়ে পড়ল ঘুমে ঢলে!

Exit mobile version