রেদোয়ান মাসুদের শুভ জন্মদিন কবিতা

শুভ জন্মদিন কবিতা – জন্মদিনের কবিতা সাধারণত কারো জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখা হয়ে থাকে। অর্থাৎ কারো জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা, ভালোবাসা,স্নেহ অথবা জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে যে কবিতা লেখা হয় তাকে জন্মদিনের কবিতা বলে। জন্মদিনের কবিতায় ভালোবাসার উপস্থিতিই বেশি। আসলে কারো জন্মদিনে শুভেচ্ছা জানানোই এক ধরণের ভালোবাসার বহিঃপ্রকাশ। রেদোয়ান মাসুদ বাংলাদেশের একজন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক ও ছড়াকার। তার কবিতায় প্রেম, বিরহ, দুঃখ, মানবপ্রেম ও দেশপ্রেমের মিশ্রণ লক্ষ্য করা যায়। তিনি ৬ জানুয়ারি ১৯৯২ সালে শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মোড়ল কান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও একজন ঔপন্যাসিক হিসেবেই তিনি সবচেয়ে বেশি পরিচিত।

শুভ জন্মদিন কবিতা – রেদোয়ান মাসুদ

 

শুভ জন্মদিন কবিতা
শুভ জন্মদিন কবিতা

 

শুভ জন্মদিন, শুভেচ্ছা তোমায়

সারাক্ষণ মুখখানি থাকুক হাসিময়,

একবিন্দু জলও না আসুক চোখের কোনায়

স্বপ্নআঁকা হৃদয়টি থাকুক গতিময়,

ভালো থাকুক প্রিয়জন সবসময়

এই কথা লিখে দিলাম প্রার্থনার খাতায়।

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

Leave a Comment