Site icon Bangla Gurukul [ বাংলা গুরুকুল ] GOLN

রাস্তা সংস্কারের আবশ্যকতা ব্যাখ্যা করে পত্রিকায় প্রকাশের জন্য পত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা

রাস্তা সংস্কারের আবশ্যকতা ব্যাখ্যা করে পত্রিকায় প্রকাশের জন্য পত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা , আবেদন পত্র বা দরখাস্ত একটি formal বা আনুষ্ঠানিক পত্র। এজন্য এটি লেখার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়মাবলী অনুসরণ করতে হয়। কেননা সুনির্দির্ষ্ট নিয়মাবলী অনুসরণ না করলে , অনেকাংশেই আবেদন করা এই পত্রটি অকার্যকর বা বাতিল হিসেবে গণ্য হয়ে যাতে পারে।

 

 

আবেদন পত্র একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে। বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আমরা এধরনের পত্রের ব্যবহার করে থাকি। প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক নানা প্রয়োজনে- শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয়ে শিক্ষার্থীদের করা দরখাস্ত, অফিসে ছুটির জন্য আবেদন, চাকরির আবেদন পত্র সহ নানা বিষয়ে এধরনের পত্র লেখা হয়ে থাকে।

 

 

বাংলা দরখাস্ত কাজের সুবিধার্তে অনেক সময় বিভিন্ন প্রকারের আবেদন পত্র লিখতে হয়। কিন্তু সঠিকভাবে বাংলা দরখাস্ত লেখার নিয়ম জানার অভাবে আমরা এ বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে দরখাস্ত বা আবেদন লেখার নিয়ম জেনে নিতে হয়। বিশেষ ভাবে চাকরি প্রার্থীগণ চাকরির আবেদন বা চাকরির দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে না জানার কারনে অনেক সমস্যায় পড়েন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে, লজ্জার কারনে এ বিষয়ে অন্যের দ্বারস্ত হয়ে পরামর্শও নেন না। যার ফলে একটি সুনির্দিষ্ট বিষয়ে ভালোমানের দরখাস্ত লেখাও হয় না। এতে করে চাকরির আবেদনটি কর্তৃপক্ষের নিকট পছন্দ হয় না।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

রাস্তা সংস্কারের আবশ্যকতা ব্যাখ্যা করে পত্রিকায় প্রকাশের জন্য পত্র

তারিখ : ১৫ জুন, ২০০০

– সম্পাদক,

দৈনিক ভোরের কাগজ

৫০ ময়মনসিংহ রোড, ঢাকা-১০০০।

জনাব,

আপনার বহুল প্রচারিত পত্রিকায় এই সঙ্গে পাঠানো ‘রাস্তার সংস্কার চাই’ শীর্ষক চিঠিটি ছাপানোর জন্য সবিনয়ে অনুরোধ জানাই। অনুগ্রহ করে তা প্রকাশের সুযোগ করে দিলে বাধিত হব।

বিনীত পত্রে

খলিলপুর, দেবিদ্বার, কুমিল্লা ।

কুমিল্লা-দেবিদ্বার সড়কটি সংস্কার করা হোক

কুমিল্লা জেলার অন্তর্গত কুমিল্লা দেবিদ্বার সড়কটি এই এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। জেলা শহরের সঙ্গে সংযোগ স্থাপনকারী এ রাস্তাটি বিভাগীয় শহর সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সঙ্গে সম্পৃক্ত তথা এটিই একমাত্র রাস্তা যার ওপর দিয়ে প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে। কিন্তু গত কয়েক বছরের উপর্যুপরি বন্যায় রাস্তাটির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। তাছাড়া এবারের বন্যায় রাস্তাটির স্থানে স্থানে ভাঙনের সৃষ্টি হয়ে যাতায়াতের সম্পূর্ণ অযোগ্য হয়ে পড়েছে। অথচ এ রাস্তার পাশেই রয়েছে বাজার, হাসপাতাল, কলেজ ও মাদ্রাসা। এখানকার উৎপন্ন ফসল যোগাযোগের অভাবে ভালো বাজার পাচ্ছে না।

রাস্তাটির বিভিন্ন স্থানে এমনই গর্তের সৃষ্টি হয়েছে যে, যানবাহন তো দূরের কথা, পায়ে হেঁটে চলাই দুষ্কর। জরুরি অবস্থায় রোগী অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া সম্ভব হয় না বলে অনেক সময় ভালো চিকিৎসার অভাবে তাদের মৃত্যুবরণ করতে হয়। তাই রাস্তাটির দ্রুত সংস্কারের ব্যবস্থা না করলে যাতায়াতে এই এলাকার জনগণের দুর্ভোগের সীমা থাকবে না। এমতাবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন এই যে, অনতিবিলম্বে রাস্তাটির সংস্কার সাধন করে এই এলাকার জনগণের দুর্দশা লাঘব করুন। এলাকাবাসীর পক্ষে- খলিলপুর, দেবিদ্বার, কুমিল্লা।

আরও দেখুন:

Exit mobile version