আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর | আবুল মনসুর আহমদ

“বুকরিভিউ [Book Review]” আমাদের একটি ধারাবাহিক ভিডিও সিরিজ, যেখানে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বই পাঠ করি এবং বিশ্লেষণধর্মী রিভিউ উপস্থাপন করি। এই সিরিজের ২০তম পর্বে আমরা আলোচনার জন্য নির্বাচন করেছি বিশিষ্ট রাজনীতিক, লেখক ও চিন্তাবিদ আবুল মনসুর আহমদ-এর কালজয়ী গ্রন্থ “আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর”

এই পর্বে বইটি শুধু পাঠ নয়, বরং বইটির ঐতিহাসিক প্রেক্ষাপট, রাজনৈতিক অন্তর্দৃষ্টি, ভাষা ও সাহিত্যশৈলী, এবং লেখকের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ তুলে ধরা হয়েছে। ব্রিটিশ ভারতে মুসলমানদের রাজনীতি, মুসলিম লীগের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, পাকিস্তান আন্দোলনের উত্থান-পতন, এবং পরবর্তীকালের নানা রাজনৈতিক বাঁক—সবই অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় উপস্থাপন করেছেন আবুল মনসুর আহমদ।

আমাদের এই ভিডিওতে বইটির গুরুত্বপূর্ণ অংশগুলো পাঠ করে শোনানো হয়েছে, সেইসঙ্গে ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে পাঠকদের সামনে একটি সম্যক চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যারা ইতিহাস ও রাজনীতির পাঠে আগ্রহী, তাদের জন্য এটি একটি অপরিহার্য রচনা, আর এই ভিডিও হতে পারে সেই পাঠের সহায়ক একটি মাধ্যম।

আপনাদের জন্য উপহার—বাংলাদেশ ও উপমহাদেশের রাজনৈতিক ইতিহাসকে জানার একটি বিরল সুযোগ এই বইটি, আর আমাদের এই পর্ব সেই জানার দ্বার খুলে দেওয়ার এক ক্ষুদ্র প্রয়াস।

 

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর

 

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস জানার জন্য একটি মূল্যবান বই আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। ১৯৬৯ সালে প্রকাশিত আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইটি আবুল মনসুর আহমদ এর আত্মজীবনীমূলক রচনা। এতে আবুল মনসুর আহমদ আজকের বাংলাদেশ নামে পরিচিত ভূখণ্ডটির ১৯২০ থেকে ’৭০ দশক অবধি প্রায় অর্ধশতাব্দীর রাজনৈতিক ইতিহাস তাঁর নিজস্ব অভিজ্ঞতার আলোকে ও অন্তরঙ্গ ভঙ্গিতে তুলে ধরেছেন। কৌতূহলী পাঠক, গবেষক ও ইতিহাসবিদদের জন্য এ বই পাঠের বিকল্প নেই।

 

“আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর ” বইয়ের সূচি ও ভূমিকাঃ

সূচিঃ

রাজনীতির ক খ
খিলাফত ও অসহযােগ
বেংগল প্যাক্ট
প্রজা-সমিতি প্রতিষ্ঠা
ময়মনসিংহে সংগঠন
প্রজা-আন্দোলন দানা বাঁধিল
প্রজা আন্দোলনের শক্তি বৃদ্ধি
আইন পরিষদে প্রজা পার্টি
নির্বাচন-যুদ্ধ
হক মন্ত্রিসভা গঠন
কালতামামি
কৃষক-প্রজা পার্টির ভূমিকা
পাকিস্তানী আন্দোলন
পাকিস্তান হাসিল
কলিকাতায় শেষ দিনগুলি
আওয়ামী লীগ প্রতিষ্ঠা
যুক্তফ্রন্টের ভূমিকা
পাপ ও শাস্তি
ঐতিহাসিক মারি-প্যাক্ট
আত্মঘাতী ওয়াদা খেলাফ
ওযারতি প্রাপ্তি
ওযারতি শুরু
ভারত সফর
কত অজানারে
ওযারতির ঠেলা
নৌকার হাইলে মুজিব
সংবিধান রচনা
স্বাধীন বাংলাদেশে প্রথম নির্বাচন

 

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর | আবুল মনসুর আহমদ

 

ভূমিকাঃ

ছাত্রাবস্থা হইতেই সৈয়দ আহমদ ব্রেলভী এবং স্যার সৈয়দ আহমদ-এর একজন অনুসারী হিসাবে একটি বিশেষ রাজনৈতিক চিন্তা এবং আদর্শে বিশ্বাসী হইয়া আমার জীবন গড়িয়া উঠিয়াছে।

মরহুম আবুল মনসুর আহমদ-এর ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর বইখানিতে আমার আজীবনের লালিত স্বপ্ন এবং সেই চিন্তা ও আদর্শের প্রতিচ্ছবি রহিয়াছে। এই ঐতিহাসিক বইখানি ছাপাইবার জন্য অনেক প্রকাশক লালায়িত আছেন। আমি জানি তাহাদের সেই লালসা শুধু আর্থিক কারণে রাজনৈতিক বা জাতীয় কোন উদ্দেশ্য সাধনের লক্ষ্যে নহে। কিন্তু এই বইখানি ছাপাইবার পিছনে আমার লালসা – আদর্শের, অর্থের নহে।

বইখানির লেখক মরহুম আবুল মনসুর আহমদ আমার মনের গভীরের সেই চিন্তা ও আদর্শের সন্ধান পাইয়াছিলেন এবং সেই কারণেই জীবদ্দশায় তিনি কখনই তাঁহার এই অমূল্য বইখানি প্রকাশনার সুযােগ হইতে আমাকে বঞ্চিত করেন নাই।

তাহার ইনতেকালের পর সময়ের বিবর্তনে সাময়িক পরিবর্তন হইলেও তাঁহার সুযােগ্য পুত্র এককালের সংগ্রামী ছাত্রনেতা, প্রখ্যাত লেখক ও সাংবাদিক, দৈনিক বাংলাদেশ টাইমস পত্রিকার প্রাক্তন সম্পাদক এবং দেশের সর্বাধিক প্রচারিত বিভিন্ন দৈনিক পত্রিকার কলামিস্ট ভ্রাতৃপ্রতিম জনাব মহবুব আনাম তাঁহার সুযােগ্য পিতার মনের খবর জানিতেন বলিয়াই এই ঐতিহাসিক গ্রন্থ ‘আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর’ প্রকাশনার দায়িত্ব এখনও পর্যন্ত আমার উপরেই রাখিয়াছেন।

জনাব মহবুব আনাম ইচ্ছা করিলে বইখানি প্রকাশনার দায়িত্ব অন্যকে দিয়া প্রচুর অর্থ পাইতে পারেন কিন্তু তিনি তাহা করেন নাই — তাহার এই উদারতা ও মহানুভবতার জন্য আমি চিরকৃতজ্ঞ।

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর | আবুল মনসুর আহমদ :

 

 

আরও দেখুন:

Leave a Comment