যৌগিক স্বরধ্বনি – যৌগিক স্বর বা দ্বি-স্বর বা দ্বৈতস্বর বা সন্ধিস্বর (diphthong)

যৌগিক স্বরধ্বনি নিয়ে আজকের আলোচনা। এই পাঠটি ভাষা ও শিক্ষা সিরিজের, ধ্বনিতত্ত্ব বিভাগ এর “ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব” এর একটি পাঠ।

যৌগিক স্বরধ্বনি

স্বরধ্বনি [যৌগিক স্বর বা দ্বি-স্বর বা দ্বৈতস্বর বা সন্ধিস্বর (diphthong)] পাশাপাশি দুটি স্বরধ্বনি থাকলে দ্রুত উচ্চারণের সময় তা একটি সংযুক্ত স্বরধ্বনিরূপে উচ্চারিত হয়, এরূপে একসঙ্গে উচ্চারিত দুটো মিলিত স্বরধ্বনিকে যৌগিক স্বর বা দ্বি-স্বর বা সন্ধিস্বর বা সন্ধ্যক্ষর বলে। যেমন— অ + ই অই্ (বই), অ + উ = অউ (বউ), অ + এ = অয়্ (বয়), অ + ও = অও (হও, লও) ইত্যাদি।

অথবা, ‘যদি পাশাপাশি অবস্থিত দুটো সমশ্রেণির অথবা অসমশ্রেণির স্বরধ্বনি নিশ্বাসের একই প্রয়াসে উচ্চারিত হয়ে আক্ষরিক ধ্বনি গঠন করে এবং দ্বিতীয় স্বরধ্বনির তুলনায় প্রথমটা দীর্ঘ ও স্পষ্ট হয়, তাহলে এই শ্রেণির আক্ষরিক স্বরধ্বনিকে দ্বি-স্বরধ্বনি বলে। ১ J’ + + অ্যাত্ (নেওটা, শেঁওড়া) বাংলায় সতেরোটি প্রকৃত দ্বিস্বর ধ্বনি রয়েছে। এগুলো হলো

 

লক্ষণীয় :

মুহম্মদ আবদুল হাই তাঁর ‘ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব’ গ্রন্থে উল্লেখ করেছেন, ‘বাংলা ভাষায় ধ্বনিগত (phonetic) দিক থেকে একত্রিশটি (৩১টি) পর্যন্ত যৌগিক স্বরধ্বনি হতে পারে। এদের মধ্যে ১৯টি নিয়মিত (regular) এবং ১২টি অনিয়মিত (irregular)।’ সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলায় দ্বিস্বর পঁচিশটি। পবিত্র সরকারের মতে, বাংলা যথার্থ যৌগিক স্বরের সংখ্যা সতেরোটি ।

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

Leave a Comment