যে জন দিবসে মনের হরষে | ভাব-সম্প্রসারণ | ভাষা ও শিক্ষা , ভাববীজটি সাধারণত রূপকধর্মী, সংকেতময় বা তৎপর্যপূর্ণ শব্দগুচ্ছের আবরণে প্রচ্ছন্ন থাকে। নানা দিক থেকে সেই ভাবটির ওপর আলােকসম্পাত করে তার স্বরূপ তুলে ধরা হয় ভাবসম্প্রসারণে।
যে জন দিবসে মনের হরষে / জ্বালায় মোমের বাতি / আশু গৃহে তার, দেখিবে না আর
দিনের বেলা প্রদীপের আলো নিষ্প্রয়োজন। কারণ তখন সূর্যালোকেই যথেষ্ট। যে ব্যক্তি বিনা প্রয়োজনে দিনে প্রদীপ জেলে রাখে, সে অমিতব্যয়ী। এই অমিতাচারী ব্যক্তির জীবনে বিপর্যয় অনিবার্য। কারণ অপ্রয়োজনে তেল খরচ করায় পরবর্তীতে প্রয়োজনের সময় তেলের অভাবেই তাকে অন্ধকারে সময় কাটাতে হবে। ঠিক তদ্রুপ যে ব্যাক্তি কারণে-অকারণে অর্থ অপব্যয় করে সেও অতি শীঘ্রই দারিদ্র্যের মধ্যে নিপতিত হয় এবং জীবনে তার দুর্গতির সীমা থাকে না। বস্তুত অপব্যয়ই অভাব নিয়ে আসে।
পবিত্র কুরআনে অপব্যয় সম্পর্কে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে– “অপব্যয় কারী শয়তানের ভাই”। কিন্তু সমাজের বিত্তবান ব্যক্তিরা ঐশ্বর্য ও আভিজাত্য প্রকাশের নামে নিছক আনন্দের আশায় অহেতুক অপচয় করে। তারা টাকাকে টাকা মনে করে না। তারা খারাপ কাজে লিপ্ত হয়, টাকার অহংকারে। তারা নিজেদের সবসময় বড় মনে করে। এ অকারণে অপচয় তার কোন গৌরব বৃদ্ধি করে না।

আমাদের মনে রাখা দরকার যে, ধন-সম্পদ, বিত্ত-বৈভব কিছুই চিরস্থায়ী নয়। কারণ মানুষ মাত্রই মরণশীল। তাকে এই দুনিয়াতে নির্দিষ্ট সময়ের জন্য পাঠানো হয়েছে। অহংকারে মত্ত হয়ে বেহিসাবী খরচের পরিণাম কখনো শুভ হয় না। এমন এক সময় আসে যখন বিত্তবান ব্যক্তির জীবনের বেহিসেবী অপচয় এর কারণে আর্থিক সংকট সৃষ্টি হয়। কারণ মানুষের সব সময় একই ভাবে চলবে এমন কথা নয়। তখন সে অর্থের অভাবে প্রদীপ জ্বালাতে না পেরে আধার ঘরে ধুকে ধুকে নিঃশেষ হয়।
পক্ষান্তরে মৃতব্যয়িতাই জীবনের প্রকৃত সুখী হওয়ার উপায়। কারণ তারা আয় বুঝে ব্যয় করে। তারা অপ্রয়োজনে টাকা খরচ করে না। তারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখে। আমাদের জীবনের সকল ক্ষেত্রে মিতব্যায়িতা অবলম্বন করা উচিত। ব্যক্তি ও জাতীয় জীবনের সর্বোত্রই মিতব্যয়ীতার চর্চা করতে হবে।
আপনারা যারা অনলাইনের মাধ্যমে শিক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য পেতে আগ্রহী তারা অবশ্যই আমাদের এ অনলাইন ভিত্তিক শিক্ষাবিষয়ক ওয়েবসাইট বেশি বেশি করে ভিজিট করবেন। এখানে শিক্ষার উপর বিভিন্ন তথ্যমূলক বিষয়বস্তু উপস্থাপনা করা হয়ে থাকে।
আপনারা আমাদের ওয়েবসাইটে শিক্ষার উপর বিভিন্ন তথ্য ইচ্ছে করলে ডাউনলোডও করতে পারেন অথবা পড়তেও পারবেন। আপনাদের চাহিদা মোতাবেক আমরা বিভিন্ন তথ্য গুলোকে সাজানোর চেষ্টা করেছি। যাতে করে আপনারা সহজেই তথ্যগুলো ডাউনলোড করতে পারেন সেজন্য আমরা পিডিএফ আকারেও এই ওয়েবসাইটে বিভিন্ন তথ্য উপস্থাপনা করা হয়েছে।
আরও দেখুন:
- প্রধান অতিথির ভাষণ | ভাষণ | ভাষা ও শিক্ষা
- সমিতির সভাপতির অভিভাষণ | ভাষণ | ভাষা ও শিক্ষা
- ভাষণের আকার আকৃতি | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- অনুবাদের নিয়ম বা সার্থক অনুবাদের জন্য প্রয়োজনীয় নিয়ম | নির্মিতি | ভাষা ও শিক্ষা
- অনুবাদের শ্রেণিবিভাগ | নির্মিতি | ভাষা ও শিক্ষা