যদি যেতে চাও | বাংলা কবিতা আবৃত্তি

বাংলাদেশের সমসাময়িক সাহিত্য জগতের অন্যতম প্রভাবশালী কবি, ঔপন্যাসিক ও প্রাবন্ধিক তসলিমা নাসরিন-এর রচিত “যদি যেতে চাও” একটি গভীর আবেগময় কবিতা, যেখানে বিচ্ছেদ, স্বাধীনতা ও আত্মমর্যাদার অনুরণন স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। কবিতাটি মূলত এক সম্পর্কের ভাঙন ও সেখান থেকে সরে দাঁড়ানোর মানসিক দৃঢ়তা প্রকাশ করে। সরল অথচ তীক্ষ্ণ ভাষায় রচিত এই কবিতায় কবি ভালোবাসার আবেগের পাশাপাশি ব্যক্তিস্বাধীনতার গুরুত্বকে উচ্চকিত করেছেন। “যদি যেতে চাও” কেবল বিচ্ছেদের কথা নয়, বরং এটি আত্মমর্যাদা রক্ষার এক দৃঢ় ঘোষণা—যেখানে আবেগের গভীরতা ও বাস্তবতার কঠোরতা পাশাপাশি অবস্থান করে, যা পাঠকের মনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

 

 

আমাদেরকে গুগল নিউজে ফলো করুন
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

যদি যেতে চাও

 

যদি যেতে চাও, এভাবেই যেও–
ঠিক যেভাবে গেছ
ঠিক যেভাবে, আলগোছে, টের না পাই
দরজা আধখোলা রেখে
ফিরে আসবে ভেবে যেন কোনওদিন খিল না দিই।

যেও, যেতেই যদি হয়–দু চারটে কাপড় ভুল করে
আলনায় ফেলে–এভাবেই
স্নানঘরে রেখে যেও তোয়ালে
এক জোড়া চপ্পল–এভাবেই।

দমকা বাতাসও কড়া নাড়ে সময় সময়
কোনও কোনও রাতে এরকমও ভেবে নেব, বুঝি ফিরেছিলে
বেঘোরে ঘুমিয়েছিলাম বলে চলে গেছ।

 

 

আমার কলকাতার বাড়ি কবিতা আবৃত্তি ঃ

 

আরও দেখুন:

Leave a Comment