মাদকাসক্তির কুফল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্র | আবেদন পত্র | ভাষা ও শিক্ষা ,একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।
বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আমরা এধরনের পত্রের ব্যবহার করে থাকি। প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক নানা প্রয়োজনে- শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয়ে শিক্ষার্থীদের করা দরখাস্ত, অফিসে ছুটির জন্য আবেদন, চাকরির আবেদন পত্র সহ নানা বিষয়ে এধরনের পত্র লেখা হয়ে থাকে।
দরখাস্ত লেখার বিভিন্ন প্রকার ফরমেট রয়েছে। কেউ অফিসের প্রয়োজনে বা অফিস থেকে ছুটি নিতে দরখাস্ত লিখছেন, কেউ বা আবার চাকরির দরখাস্ত লিখছেন, আবার শিক্ষার্থীরা তাদের প্রাতিষ্ঠানিক প্রয়োজনে স্কুল-কলেজের প্রধান বরাবরে দরখাস্ত লিখছেন। যদিও কাজের ধরন অনুয়ায়ী আবেদন ভিন্ন ভিন্ন হয় তবে আপনি যদি একটি আবেদন বা দরখাস্ত লেখার নিয়ম সঠিকভাবে আয়ত্বে আনতে পারেন, তাহলে যেকোন প্রকারের দরখাস্ত লিখতে অপনার সমস্যা হবে না।একটি নির্দিষ্ট গঠন কাঠামো- নিয়ম অনুসরণ করে কর্তৃপক্ষের কাছে সুনির্দিষ্ট কোন বিষয় নিয়ে যে পত্রের মাধ্যমে আবেদন করা হয়, তাদেরকে দরখাস্ত বা আবেদনপত্র বলা হয়ে থাকে।
বিভিন্ন বিষয়ে আবেদন করার ক্ষেত্রে আমরা এধরনের পত্রের ব্যবহার করে থাকি। প্রাতিষ্ঠানিক, দাপ্তরিক নানা প্রয়োজনে- শিক্ষা প্রতিষ্ঠানে নানা বিষয়ে শিক্ষার্থীদের করা দরখাস্ত, অফিসে ছুটির জন্য আবেদন, চাকরির আবেদন পত্র সহ নানা বিষয়ে এধরনের পত্র লেখা হয়ে থাকে।

মাদকাসক্তির কুফল সম্পর্কে সংবাদপত্রে প্রকাশের জন্যে পত্র
তারিখ : ১৮ ডিসেম্বর, ২০০০
সম্পাদক,
দৈনিক মানবজমিন
ঢাকা।
জনাব,
মাদকাসক্তির ভয়াবহ পরিণতি
আপনার বহুল প্রচারিত পত্রিকার ‘চিঠিপত্র’ বিভাগে প্রকাশের জন্য ‘মাদকাসক্তির ভয়াবহ পরিণতি’ শিরোনামে একটি চিঠি এই সঙ্গে পাঠাচ্ছি। এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার ও সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে আমার এই বক্তব্য প্রকাশ করে বাধিত করবেন।
মাদকদ্রব্য এক সর্বনাশা নেশা। এ নেশা আজ সমাজের রন্ধ্রে রন্দ্রে বিষবাষ্পের মতো ছড়িয়ে পড়েছে। এ নেশার- ছোবলে হাজার হাজার তরুণের জীবন বিপন্ন হয়ে পড়ছে। এ দেশের যুবসমাজের বড় একটা অংশ মাদকাসক্ত হওয়ার ফলে আমাদের জনশক্তি ক্রমশ দুর্বল ও নির্জীব। ফলে রুদ্ধ হয়ে যাচ্ছে সামাজিক চিন্তাস্রোত। অবনতি ঘটছে মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্পর্কের, ধুঁকে ধুঁকে ধ্বংসের দিকে এগিয়ে চলছে সমাজ, তথা গোটা জাতি।
মাদকাসক্তি একটি সামাজিক ও রাজনৈতিক ব্যাধি। এর যথার্থ প্রতিকার ও প্রতিরোধের জন্যে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকাসক্তির কারণ সম্পর্কে সচেতনতা সৃষ্টি, পারিবারিক প্রতিরোধ জোরদার এবং ধর্মীয় অনুভূতি সৃষ্টিকরণসহ মাদকাসক্তদের পুনর্বাসন করতে হবে। তবেই সমাজে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা পাবে। সমাজ থেকে দূর হবে খুন-রাহাজানি-সন্ত্রাস। মাদকাসক্তির কালনাগিনীর হাত থেকে রক্ষা পাবে গোটা দেশ ও জাতি।
বিনীত
‘খ’, পালং, শরিয়তপুর।
আরও দেখুন: